বাংলা হান্ট ডেস্কঃ চতুর্থ দফা ভোটের আগের দিন ভাইরাল স্টিং ভিডিও ঘিরে ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। সন্দেশখালির ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে তৃণমূল বিধায়কের সামনেই গতকালই তৃণমূলের নেতা-কর্মীদের মাটিতে ফেলে মারধর করেন সন্দেশখালির মহিলারা। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধরের ঘটনায় মধ্যরাতে চার বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সেই ইস্যুতেই সরব বিজেপি। ‘বেআইনিভাবে’ দলের কর্মীদের গ্রেফতারের ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)।
এদিন নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে অমিত মালব্য লেখেন, ‘সন্দেশখালির মহিলারা নিজেদের নিরাপত্তায় একজোট হয়ে দিলীপ মল্লিকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাকশন ফোর্স, সিভিক পুলিশ এবং স্থানীয় TMC কর্মীদের নিয়ে মধ্য রাতে বিজেপি কর্মীদের বাড়িতে ঝাপিয়ে পড়ে, ধ্বংসযজ্ঞ চলে। বাড়ি ভাঙচুরের পাশাপাশি ব্যক্তিগত জিনিসপত্রও ধ্বংস করা হয়।’
টুইটে গোটা ঘটনার একটি ভিডিও শেয়ার করে মালব্য আরও লেখেন,’ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতার এই অপব্যবহার বন্ধ করতে হবে। এ ধরনের ভয়ভীতি সহ্য করা যায় না। বাংলায় আইনের শাসন আনতে হবে। বেআইনিভাবে আমাদের যেসকল কর্মীদের গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিন। শেখ শাহজাহানের মতো অপরাধীদের রক্ষা করা বন্ধ করুন।’ গোটা ঘটনাকে ‘মর্মান্তিক’ এবং ‘আতঙ্কজনক’ বলেও আখ্যা দিয়েছেন অমিত মালব্য।
প্রসঙ্গত রবিবাসরীয় দুপুরে ফের দফায় দফায় উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। ডাকাতির অভিযোগে বিজেপি কর্মী গ্রেফতারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সন্দেশখালি থানা ঘেরাও করে বিজেপি। তারপরই অন্যায় ভাবে ভিডিও রেকর্ড করে ভাইরাল করে দেওয়া হচ্ছে এই অভিযোগে
বিধায়কের সামনেই তৃণমূল নেতাকে মাটিতে ফেলে মারধর করেন সন্দেশখালির মহিলারা।
https://x.com/amitmalviya/status/1789825100587671726?s=48&t=H-35pzf62xpOvQoyCyAm4w
আরও পড়ুন: ‘দুটি বেলুন ফুটো হয়ে গিয়েছে, একটায় তো সুপ্রিম কোর্ট আলপিন ফুটিয়ে দিয়েছে’, বিস্ফোরক অভিষেক
সেই ঘটনার পরই অ্যাকশনে নামে পুলিশ। তৃণমূল নেতা পেটানোর ঘটনায় গ্রেফতার করা হয়ে চার জনকে। রাতেই তৃণমূল নেতা দিলীপ মল্লিকের অভিযোগের ভিত্তিত্তে তদন্ত শুরু করে পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে চার বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যেই একজন মহিলাও রয়েছেন। আজই তাদের বসিরহাট আদালতে তোলা হবে। রাতের অন্ধকারে ‘অন্যায়ভাবে’ মহিলা সহ বিজেপি কর্মীদের গ্রেফতারির ঘটনায় এবার তৃণমূলকে কড়া আক্রমণ বিজেপির।