বাংলাহান্ট ডেস্ক: এখনো ‘নিরুদ্দেশ’ শেখ শাহজাহান। যত সময় যাচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে সন্দেশখালির বাসিন্দাদের ক্ষোভ। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তৎপর পুলিশ। গ্রামবাসীদের আস্থা অর্জনের মরিয়া চেষ্টা করছে তারা। এরই মধ্যে পুলিশ গ্রেপ্তার করল সন্দেশখালির ৬ গ্রামবাসীকে। সন্দেশখালির গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে শিবু হাজরাদের পোল্ট্রি ফার্মে আগুন লাগানোর।
এই অভিযোগ তোলেন শিবু হাজরা স্বয়ং। ভাঙচুরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। এই ঘটনায় যে গ্রামবাসীদের নাম উঠে আসছিল তারা আগাম জামিনের আবেদন নিয়ে দ্বারস্থ হয় বসিরহাট মহকুমা আদালতের। বসিরহাট মহকুমা আদালত চতুর থেকে সেই সময় ৬ গ্রামবাসীকে গ্রেফতার করল পুলিশ।
আরোও পড়ুন : ‘দিদি কে বলো, আরও কত সন্দেশখালি’, ‘সত্য’ সামনে আনতে এবার ২০ মিনিটের তথ্যচিত্র প্রকাশ BJP-র
জানা গেছে ধৃতদের মধ্যে রয়েছেন পুকুর পাড়ার বাসিন্দা ও আদিবাসী পাড়ার বাসিন্দারা। এই দুই পাড়ার মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এই খবর পাওয়া অন্য যে গ্রামবাসীরা আদালতে আগাম জামিনের আবেদন জানাতে যাচ্ছিলেন, তারা ফিরে আসেন। জানা যাচ্ছে আরও ১১ গ্রামবাসীকে আজ আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল।
আরোও পড়ুন : ১,২ নয়; ৩২ কোটি আধার বাতিলের প্ল্যান UIDAI’র! দেখে নিন এইভাবে আপনারটা আদৌ ঠিক আছে কিনা
তবে ছয় জন গ্রামবাসীকে গ্রেফতারির খবর পাওয়ার পর বাকিরা আদালতে যাননি। সন্দেশখালির ঘটনার পর যখন পুলিশ প্রশাসন নিজেদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন এই ভাবে গ্রামবাসীদের গ্রেফতারি নতুনভাবে শঙ্কা তৈরি করছে। উল্লেখ্য, গতকাল সন্দেশখালি যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গোটা এলাকা পরিদর্শন করেন তিনি। লঞ্চে চেপে, টোটোয় চেপে গোটা এলাকা ঘুরে দেখেন।
পুলিশকর্তাদের সাথে বৈঠক করেন রাজীব কুমার। সিভিক ভলেন্টিয়ারদের সাথেও কথা বলেন তিনি। জলপথে ঘুরে দেখেন একের পর এক নদী ঘাট। গোটা রাত কাটানোর পর আজ সকালে তিনি ফেরেন কলকাতা। জনসংযোগের মাধ্যমে নতুনভাবে আস্থা ফেরানোর চেষ্টা করছে পুলিশ। তবে এই পরিস্থিতিতে গ্রামবাসীদের গ্রেফতারি নতুনভাবে বাসিন্দাদের মধ্যে সংশয় তৈরি করছে।