বাংলা হান্ট ডেস্ক: ফের ঝঞ্ঝাটে আটকে পড়লেন এক বিজেপি নেতা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকার এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সঞ্চালককে মারধর করা ও পুলিশের গাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে, এই ঘটনার প্রধান মাথা মোহনলাল শী। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই মোহনলাল হলেন পটাশপুর এলাকার এক বিজেপি নেতা।
গত ২শরা সেপ্টেম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভুরাম দাস ও সঞ্চালক মনীন্দ্র নাথ গিরিকে মারধর করার অভিযোগ ওঠে। বিজেপির কর্মী-সমর্থকেরা তাদেরকে মারধর করেন বলে জানা যায়। শুধু তাই নয় ঘটনাচক্রে পুলিশ সামাল দিতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করে তারা, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু পলাতক ছিলেন মোহনলাল। পুলিশ তাকে পটাশপুরের সিংদা মোড় থেকে গ্রেফতার করেছে।
এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, প্রভুরামের বিরুদ্ধে কাটমানি নেওয়া ও অর্থ চোট করার অভিযোগ রয়েছে, কিন্তু পুলিশ তাকে বাঁচাতে চাইছে। তাদের শাস্তি দাবী করলেই মিথ্যা মামলার অভিযোগে গ্রেফতার করছে পুলিশ। অন্যদিকে পটাশপুরের তৃণমূল কংগ্রেসের নেতা তাপস মাজি বলেছেন যে প্রভুরামের ওপর হামলা চালিয়েছিল বিজেপি। তাদের পুলিশ গ্রেফতার করেছে।