বিজেপি যুব মোর্চার পুরসভা অভিযানে পুলিশি হস্তক্ষেপ, জলকামান কাঁদানে গ্যাস লাঠিচার্জে ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলা চত্বরে

বাংলা হান্ট ডেস্ক : বুধবার বিজেপি যুব মোর্চার কলকাতা পুরসভা অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল ধর্মতলা চত্বরে। চাঁদনি চকে ব্যারিকেড ভেঙে যুব মোর্চা বাহিনী এগোনোর চেষ্টা করতেই বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে পুলিশের ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যার জেরে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। একই সঙ্গে বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে জল কামান কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়।download 1 11

পুলিশের সঙ্গে হাতাহাতিতে ইতিমধ্যেই গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী একই সঙ্গে গ্রেফতার হয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সহ 31 জন। ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ কলকাতা পুলিশ- এই দাবি নিয়ে বিজেপির নেতা কর্মীরা বুধবার পুরসভা অভিযানের ডাক দিয়েছিল আর এই অভিযানে হাজির হয়েছিলেন বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব ছাড়াও বেশ কয়েকজন টলিউড তারকারা।

যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই কলকাতা পুলিশের তরফ থেকে গোটা চাঁদনিচক এলাকা গার্ড রেল ব্যারিকেড করে দেওয়া হয়। কিন্তু ব্যারিকেড উপেক্ষা করে পুলিশি বাধা না মেনে ক্রমশই মিছিল এগিয়ে যায় বিজেপি যুব মোর্চার আর তাতেই চাঁদনি চকের কাছে আসতেই শুরু হয় পুলিশ ও বিজেপি খণ্ডযুদ্ধ। মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করলেই বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের এক প্রস্ত ধস্তাধস্তি হয় এবং লাঠিচার্জ করে পুলিশ।

পরে ব্যারিকেড সরিয়ে দিয়ে বিক্ষোভকারীদের এক এক করে গাড়িতে তোলা শুরু করে পুলিশ। যদিও পরিস্থিতি কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে কিন্তু রাজ্যে গণতন্ত্র নেই এমনটাই অভিযোগ করেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা।


সম্পর্কিত খবর