পুলিশকে লাথি মেরেছিল সাকিব, এবার সেই পুলিশই সাকিবের অসহায় পরিবারের পাশে দাঁড়াল

বাংলা হান্ট ডেস্কঃ লকডাউন পালন না করায় পুলিশ পদক্ষেপ নিয়েছিল। আর সেই পুলিশের পিঠেই লাথি মেরেছিল হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ার (Tikiapara) বাসিন্দা মোহম্মদ সাকিব। দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগেরে ব্যাক্তিটি কোনদিনও ভাবেনি যে, তাঁর এমন পরিনতি হবে। পুলিশকে মেরে এখন সোজা শ্রীঘরে সাকিব। গতকালই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

আইন অমান্য করায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ঠিকই। কিন্তু তাঁর পরিবার তো কিছু করেনি? কিন্তু ভুগতে হচ্ছে তাঁর পরিবারকে। কারণ পরিবারের একমাত্র রোজগেরে ব্যাক্তিই হলেন সাকিব। আর সে শ্রীঘরে থাকায় পরিবার দুবেলা খাবে কি করে সেটা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে গেছে। সাকিব হয়ত তাঁর ভুল বুঝতে পেরেছে, কিন্তু লাভ কি? ক্রাইম ইজ ক্রাইম। মমতা ব্যানার্জীর এই বক্তব্যের পরেই পুলিশ কঠোর পদক্ষেপ নিয়ে গ্রেফতার করেছে সাকিব কে।

তবে সাকিব ভুল করলে ভুল করেনি পুলিশ। সাকিবের পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হল পুলিশের তরফ থেকেই। মানবিকতার খাতিরে পুলিশ সাকিবের পরিবারের হাতে ৫০ কেজি চাল, ৪০ কেজি আলু, ১৮ কেজি ডাল এবং ২০ কেজি আটা তুলে দিয়েছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, সাকিব যা অন্যায় করেছে তাঁর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সাকিবের পরিবার তো কোন অন্যায় করেনি। আর তাদের সাথে কোন শত্রুতাও নেই পুলিশের। তাই এই লকডাউন চলাকালীন অন্য সবার মতো সাকিবের পরিবারেরও পাশে থাকবে পুলিশ। হাওড়া পুলিশের এই মানবিক রুপ দেখে খুব খুশি সাকিবের পরিবার।

হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও এও জানানো হয়েছে যে, শুধু সাকিব কেন, সবার পাশেই দাঁড়াবে পুলিশ। কারোর কোন প্রয়োজন থাকলে হেল্পলাইনের নাম্বারে ফোন করলেই পৌঁছে যাবে সাহায্য।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর