দাউদাউ করে জ্বলছে আগুন, জীবন বাজি রেখে আটকে পড়া শিশুকে বুকে তুলে দৌড় পুলিশ কর্মীর

বাংলাহান্ট ডেস্ক : আগুনের মধ্যে থেকে মহিলাদের আর্ত চিৎকার আর শিশুর কান্না শুনে আর স্থির রাখতে পারেননি নিজেকে, দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের মধ্যে দিয়ে দৌড়েই আটকে পড়া শিশু এবং মহিলাদের উদ্ধার করেন পুলিশকর্মী। এই ঘটনা সামনে আসতেই কার্যতই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন রাজস্থানের ওই পুলিশকর্মী। সিনেমার হিরোদেরই সাধারণত এহেন পরিস্থিতিতে এরকম কাজ করতে দেখে অভ্যস্ত আমজনতা৷ বাস্তব জীবনের এই হিরোকে স্বভাবতই কুর্ণিশ জানিয়েছেন আপামর নেটিজেনরা।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। রাজস্থানের কারাউলিতে হিন্দু নববর্ষের একটি শোভাযাত্রায় মসজিদ সংলগ্ন এলাকা থেকে আক্রমণ করা হয়। ইঁট বৃষ্টি চলে বাইক র‍্যালির উপর। দুপক্ষের সংঘর্ষ এমন জায়গায় পৌঁছায় যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আগুন ধরিয়ে দেওয়া হয় স্থানীয় দোকানগুলিতে। পোড়ানো হয় একাধিক বাইকও।

এই সময় ওই স্থানে ছিলেন পুলিশকর্মী নেত্রেশ শর্মা। ওই অগ্নিকাণ্ডের মধ্যে দুটি দোকানের মাঝখানের একটি বাড়িতেও আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠে আগুনের গ্রাসে চলে যায় বাড়ির বেশিরভাগ অংশই। সেই সময় বাড়িটিতে ছিলেন কয়েকজন মহিলা এবং একটি শিশু। তাঁদের কান্নাকাটি শুনে আর নিজেকে সামলাতে পারেননি ওই পুলিশকর্মী। ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে বাড়ির দরজা। ওই অবস্থাতেই দৌড়ে গিয়ে বুকে তুলে নেন শিশুটিকে। কোনও ক্রমে বের করে আনেন আটকে পড়া মহিলাদেরও।

শিশুকে বুকে জড়িয়ে ছুটতে থাকা ওই পুলিশকর্মীর ছবিই ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। তাঁকে বিশেষ পুরষ্কার দেওয়ার দাবিও উঠেছে। যদিও বিষয়টি নিয়ে বেশি ভাবতে নারাজ নেত্রেশ। তাঁর দাবি, শুধুমাত্রই নিজের দায়িত্ব পালন করেছেন তিনি।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর