সিগারেট আনতে ফ্রান্স থেকে স্পেনে যাওয়ার চেষ্টা যুবকের, উদ্ধার করে জরিমানা করল পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ নেশা করলে মানুষ কি না করে? নেশার জিনিস কেনার জন্য মানুষ সব কিছু করতে পারে। লকডাউনের (lockdown) মধ্যে সিগারেট (Cigarette) শেষ হয়ে গেছিল এক ফরাসি যুবকের। তাই কম পয়সায় অনেক সিগারেট মজুত করতে পাহাড় ডিঙিয়ে ফ্রান্স থেকে স্পেনের দিকে হাঁটছিলেন ওই যুবক। তাতেই ঘটল বিপত্তি।

lockdown kolkata
FIle Pic

পাহাড়ের জঙ্গল অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। তাঁকে হেলিকপ্টার নিয়ে গিয়ে উদ্ধার করে ফ্রান্সের মাউন্টেন পুলিশ। ভর্তি করা হয় হাসপাতালে। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে আপাতত ভাল আছেন ওই যুবক। তবে লকডাউন ভাঙার অপরাধে ওই যুবককে ১২০(120) পাউন্ড জরিমানা করেছে ফ্রান্সের প্রশাসন।

পিরেনিস পর্বত পেরিয়ে ফ্রান্স(France) থেকে স্পেনে (Spain) যাচ্ছিলেন ওই যুবক। গন্তব্য ছিল নিউ ক্যাটালোনিয়ার লা জাঙ্কারা। সেখানে নাকি সস্তায় সিগারেট পাওয়া যায়। অনেকটা পথ অতিক্রম করলেও শেষপর্যন্ত পিরেনিস পর্বত অতিক্রম করতে গিয়ে সমস্যায় পড়েন ওই যুবক৷ পাহাড়ের প্রায় খাদের সামনেই জ্ঞান হারান তিনি ৷

cih

করোনা (corona) সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ইউরোপের দেশে দেশে এখন লকডাউন। স্পেনের অবস্থা তার মধ্যে ভয়াবহ। ইতালির পর স্পেনেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। আর সেই মৃত্যুপুরী স্পেনের উদ্দেশেই হাঁটতে শুরু করেছিলেন এই যুবক।

সম্পর্কিত খবর