বাংলা হান্ট ডেস্কঃ ট্রাফিক আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে ইদানিং বিরাট কড়া পুলিশ প্রশাসন। এবার গোটা আরামবাগ (Arambag) মহাকুমা জুড়ে ধরা পড়ল সেই কড়াকড়ির ছবি। ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিল পুলিশ। শনিবার ট্রাফিক আইন বলবৎ করার উদ্দেশ্যে আরামবাগ মহাকুমা জুড়ে দিনভর স্পেশাল ড্রাইভ চালিয়েছে পুলিশ। একদিনের ওই অভিযানে নেমে জরিমানা বাবদ এক লক্ষের বেশি টাকা আদায় করেছেন তারা। এছাড়াও অনেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরামবাগ (Arambag) মহকুমাজুড়ে স্পেশাল ড্রাইভ
আরামবাগের (Arambag) এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এই পুলিশ অভিযান সম্পর্কে জানিয়েছেন, ‘পুলিশ সুপারের নির্দেশ মতো মহকুমা জুড়ে অভিযান চালানো হয়। বিভিন্ন পয়েন্ট আমরা পরিদর্শন করেছি। ট্রাফিক আইন বলবৎ করা আমাদের লক্ষ্য। তাই যারা আইন ভেঙেছেন পুলিশ তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে।’
পুলিশ সূত্রে খবর গোটা আরামবাগ (Arambag) মহাকুমার প্রত্যেকটি থানা এলাকায় সাতটি পয়েন্ট নাকা চেকিং করা হয়েছে। তার মধ্যে আরামবাগে চারটে পয়েন্ট,খানাকুল থানায় একটি ও গোঘাট থানায় দুটি জায়গায় নাকা চেকিং করা হয়েছে। ট্রাফিক আইন ভঙ্গকারী এমন মোট ১১৩ জনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে জরিমানা বাবদ মোট এক লক্ষ আট হাজার টাকা আদায় করা হয়েছে।
জানা যাচ্ছে, আরামবাগ থানা এলাকা থেকে জরিমানা আদায় হয়েছে ৩২ হাজার ৫০০ টাকা। গোঘাট থানা থেকে আদায় হয়েছে ৩৪ হাজার ৫০০ টাকা। এছাড়াও খানাকুল থানা থেকে ৩ হাজার ৭০০ টাকা ও পুরশুড়া থানার পুলিশ ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। প্রসঙ্গত বিগত কয়েকদিনে আরামবাগ মহাকুমার বিভিন্ন জায়গায় দুর্ঘটনার কবলে পড়েছেন বহু মানুষ। যার ফলে মৃত্যু হয়েছে অনেকের। কেউ কেউ আবার হেলমেট না পড়েই বাইক চালাচ্ছেন। তাই এই মহাকুমার বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনানুগ নানা ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এই কারণেই শনিবার গোটা আরামবাগ মহকুমায় স্পেশাল ড্রাইভ চালিয়েছিল পুলিশ। জানা যাচ্ছে, মাঝেমধ্যেই এই ধরনের পুলিশ অভিযানে নামবেন তাঁরা।
আরও পড়ুন: ‘আগামী ৬ মাসে বাংলাদেশ মিশে যাবে পাকিস্তানের সঙ্গে?’ বিরাট মন্তব্য শুভেন্দুর
ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি ওই একইদিনে জুয়ার বিরুদ্ধেও অভিযান চালিয়েছিল পুলিশ। এই অভিযানে নেমে মোট ৬ জনকে গ্রেফতার করেছে তাঁরা। এদিন বোর্ড মানি বাবদ প্রায় ১৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর ওই রাতে চোলাই মদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। সেই অভিযান থেকে মোট ২২১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গোঘাট ও খানাকুল থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই আরামবাগ মহাকুমার বিভিন্ন থানা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া অপরাধ প্রবণতা রুখতে মোট ৭৪ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আরামবাগ থানায় অবৈধ বালি পরিবহণের অভিযোগে একটি ট্রাক্টর আটক করা হয়েছে।