বাংলাহান্ট ডেস্কঃ কলকাতা পুরভোট পর্ব মিটতে না মিটতেই ক্রিসমাস উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সোমবার বিকেলে অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের শুভ সূচনা করেন তিনি। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একদিকে যেমন বড়দিন নিয়ে বেশকিছু নতুন ঘোষণাও করলেন, তেমনই অন্যদিকে তোপ দাগলেন বিরোধীদের দিকে।
আগামী বছর থেকে রাজ্যে বড় করে বড়দিন উৎসব হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে জেলায় জেলায়ও এই উৎসব পালিত হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন নতুন কিছু সূচনা করার ঘোষণা করলে, অন্যদিকে ওই একই মঞ্চ থেকে আক্রমণও করলেন বিরোধীদের।
বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘যতই দিন যাচ্ছে, ততই যেন দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। দেশজুড়ে চলছে রাজনৈতিক দূষণ। মানসিক শান্তি বজায় রাখতে হলে, মুখের হাসিও বজায় রাখতে হবে’।
এদিন মুখ্যমন্ত্রী সকল বিশ্ববাসীকে বড়দিন এবং নতুন বছরের আগাম শুভেচ্ছাও জানান। তিনি বলেন, ‘সকল দেশবাসীকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। শুধু দেশই নয়, দেশ থেকে বিশ্বের সকলের জন্য রইল শুভেচ্ছা। শুভেচ্ছা রইল ভ্যাটিকান থেকে গোয়া, গোয়া থেকে কলকাতা- সকল মানুষের জন্যই’।
সেই সঙ্গে আগামী বছর থেকে বড়দিনের উৎসব আরও বড় করে এবং জেলায় জেলায় করার ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন কমিশনারেটগুলিকেও বড়দিনের সাজে সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেইসঙ্গে করলেন নগরপালের কাজের প্রশংসাও। এবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরও বড় করে ক্রিসমাসের অনুষ্ঠান করার চেষ্টা করুন। কৃষ্ণনগর, ব্যান্ডেল, ঝাড়গ্রামেও অনেক চার্চ রয়েছে এখানে’।