বাংলা হান্ট ডেস্কঃ ২০২১-র বিধানসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন বাংলায়। এরপর ইয়াস ঝড় যাওয়ার পর পরিস্থিতির পর্যালোচনা করতে ফের বাংলায় আসেন তিনি। সেবার মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ওনার। কিন্তু দুর্ভাগ্যক্রমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেবার ওনার বৈঠক হয়নি। আর সেই দিনের পর ফের আবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একটি ট্যুইট করে নিজের বাংলায় আসার খবর জানান খোদ প্রধানমন্ত্রী। তবে তিনি সশরীরে বাংলায় আসছেন না। তিনি ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তিনি ট্যুইট করে লিখেছেন, ‘আগামীকাল ৭ই জানুয়ারী দুপুর ১ টায় আমি কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেব। এই ইনস্টিটিউট পূর্ব ভারত এবং উত্তর-পূর্বে স্বাস্থ্যসেবা সক্ষমতা বৃদ্ধি করবে।”
At 1 PM tomorrow, 7th January, I will join the programme to inaugurate the second campus of Chittaranjan National Cancer Institute in Kolkata. This Institute will augment healthcare capacities in Eastern India and in the Northeast. https://t.co/M853GC1T2b
— Narendra Modi (@narendramodi) January 6, 2022
প্রাপ্ত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর এই উদ্বোধনি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়ালি যোগ দেবেন। এর কারণ হল, মুখ্যমন্ত্রীর গাড়ির দুই ড্রাইভার করোনায় আক্রান্ত। এছাড়াও কলকাতার নতুন কমিশনারও করোনায় আক্রান্ত হয়েছেন। তাই তিনি নবান্নে গেলে ব্যস্ততা আরও বাড়বে। এই কারণেই তিনি বাড়ি থেকেই এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন।