প্রতিমাসে মিলবে ৯২৫০ টাকা! কেন্দ্রের এই প্রকল্পে আরামে কাটান জীবন, কারা পাবেন এই সুবিধা?

বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে চান সবাই। তবে অর্থ কোথায় গচ্ছিত রাখবেন তা নিয়ে অনেকের মনেই থাকে সংশয়। বিনিয়োগকৃত অর্থের উপর লাভের পাশাপাশি সবাই নিশ্চিত হতে চান নিরাপত্তার বিষয়েও। সাধারণত ব্যাংক বা পোস্ট অফিসকে (Post Office) অধিকাংশ মানুষ বেছে নেন বিনিয়োগের মাধ্যমে হিসাবে।

Post office came up with great scheme for investors

পোস্ট অফিসের এমন একটি স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে প্রতিমাসে মিলবে ৯২৫০ টাকা। বিভিন্ন ক্ষেত্রের মানুষদের কথা চিন্তা করে একাধিক বিনিয়োগ প্রকল্প রয়েছে ইন্ডিয়া পোস্টর। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় Post Office Monthly Income Scheme (POMIS)। সরকার-সমর্থিত এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পটিতে বিনিয়োগ করলে প্রতিমাসে মিলবে নিশ্চিত রিটার্ন।

এক নজরে POMIS স্কিম:

• এই প্রকল্পের বৈধতা ৫ বছর।

• বর্তমানে বার্ষিক ৭.৪% হারে সুদ মিলছে POMIS স্কিমে।

• সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডাররা সর্বোচ্চ ৯ লক্ষ ও জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এই প্রকল্পে।

আরোও পড়ুন : IPL-এ ফের চ্যাম্পিয়ন হবে KKR! শাহরুখের হাতে ট্রফি তুলে দেবেন কলকাতার এই ৩ প্লেয়ার

• নূন্যতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায় পোস্ট অফিসের এমআইএস প্রকল্পে।

• যদি এই প্রকল্পে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করা যায় তাহলে প্রতি মাসে মিলবে ৫,৫৫০ টাকার সুদ। সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে সুদ বাবদ পেয়ে যাবেন ৯,২৫০ টাকা।

POMIS

• বিনিয়োগ করার এক বছর পর জরুরি অবস্থায় প্রিম্যাচিউর উইথড্রল সুবিধা পাবেন বিনিয়োগকারী। তবে সেক্ষেত্রে প্রযোজ্য হবে পেনাল্টি।

• MIS প্রকল্পে বিনিয়োগ করার পদ্ধতিও খুব সহজ। স্থানীয় পোস্ট অফিসে গিয়ে পূরণ করতে হবে নির্দিষ্ট আবেদন পত্র। তার সাথে প্রয়োজন হবে প্যান কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণ ইত্যাদি নথি। আবেদন পত্র জমা দেওয়ার পর কয়েক দিনের মধ্যেই খুলে যাবে এমআইএস অ্যাকাউন্ট।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর