বাংলাহান্ট ডেস্ক: গতকালই খবর মিলেছিল গোয়ায় (goa) হানিমুনে গিয়ে প্রকাশ্যে অশ্লীল ভিডিও (obscene video) শুট করার জন্য পুলিসে অভিযোগ দায়ের হয়েছে পুনম পাণ্ডের (poonam pandey) বিরুদ্ধে। সরকারি সম্পত্তিতে বিনা অনুমতিতে অশ্লীল ভিডিও শুটের জন্য গোয়া ফরোয়ার্ড পার্টির মহিলা দল ছাড়াও এক অজ্ঞাত ব্যক্তিও অভিনেত্রীর বিরুদ্ধে FIR দায়ের করেন গোয়ার কানাকোনা পুলিস স্টেশনে।
এবার সেই অভিযোগের ভিত্তিতেই পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে পুনমকে। তাঁর উপর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর পুনমকে গ্রেফতারির সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানা গিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে।
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর মেলে, অশ্লীল ভিডিও শুট করার অভিযোগে কানাকোনা পুলিস স্টেশনে অভিনেত্রী পুনম পাণ্ডের বিরুদ্ধে FIR দায়ের করেছেন এক অজ্ঞাত ব্যক্তি। ভারতীয় দণ্ডবিধির আওতায় দায়ের হয়েছে অভিযোগ। এছাড়া চাপোলি ড্যামে অশ্লীল ভিডিও শুটের অভিযোগে পুনম পাণ্ডের বিরুদ্ধে গোয়া ফরোয়ার্ড পার্টির মহিলা দল অভিযোগ দায়ের করেছে।
জানা গিয়েছে, চাপোলি ড্যাম জলসম্পদ দফতরের অধীনে। এখানে শুটিং করতে হলে এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়ার থেকে অনুমতি নিতে হয়। তাহলে পুনম সেখানে এমন অশ্লীল ভিডিও শুট করলেন কিকরে? প্রশ্ন তোলে গোয়া ফরোয়ার্ড পার্টি। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী ও জলসম্পদ মন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়। তবে এখনো পুনম পাণ্ডে বা তাঁর স্বামীর তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি।
এর আগে পুনম অভিযোগ করেন, হানিমুনে গিয়ে তাঁর উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন স্বামী স্যাম বম্বে। তুমুল মারধোর করেছেন তাঁকে। গোয়ায় হানিমুন করার সময়েই এই ঘটনা ঘটে বলে দাবি পুনমের। সেখানেই স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।