‘পাগল হয়ে কামড়ানো শুরু করব’, কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার পরীমণির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এবারেও মুক্তির মুখ দেখতে পেলেন না বাংলাদেশী অভিনেত্রী পরীমণি (porimoni)। বাড়িতে বেআইনি ভাবে মদ ও মাদক দ্রব‍্য সংরক্ষণের অভিযোগে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব‍্যাটেলিয়ন গ্রেফতার করে তাঁকে। শনিবার তৃতীয় দফার রিমান্ড শেষে আদালতে তোলা হয় পরীমণিকে। কাঠগড়ায় দাঁড়িয়েই ফের চিৎকার করে ওঠেন তিনি।

গ্রেফতার হওয়ার পর একাধিক বার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার চেঁচামেচি করতে দেখা গিয়েছে পরীমণিকে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের উদ্দেশ‍্যে চিৎকার করে তিনি বলেন, “কী করছেন আপনারা! এত দিন হয়ে গেল এখনো আমার জামিন করাতে পারলেন না? আমার কষ্টটা কি কেউ বুঝতে পারছেন না? আমি পাগল হয়ে যাচ্ছি তো! পাগল হয়ে সবাইকে কামড়ানো শুরু করব তো!”


এরপরেই কান্নায় ভেঙে পড়েন পরীমণি। তাঁর সঙ্গে কথা বলে তাঁকে শান্ত করেন তাঁরা। কিন্তু এদিনও জামিন পেলেন না অভিনেত্রী। শুনানি শেষ হওয়ার পর চিফ মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন পরীমণি।

শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে উপস্থিত জনতার সামনে চিৎকার করে অসহায়তার কথা জানান পরীমণি। আদালত থেকে বেরোনোর সময় কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ‍্যে রেখে নিয়ে যাওয়া হচ্ছিল পরীমণিকে। দু হাত ধরে রেখেছিলেন দুই মহিলা পুলিসকর্মী।

আদালত চত্বরে উপস্থিত ছিলেন বহু মানুষ ও সংবাদ কর্মীরা। তাদের সকলকে সাক্ষী রেখে পরীমণি চিৎকার করে বলেন, “আমাকে মিথ‍্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আপনারা তাকিয়ে তাকিয়ে দেখছেন?” পরীমণির আরো দাবি, “আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। ওপেন সার্চ করুন আমাকে।” অবশ‍্য এরপরেই পরীমণিকে হাজতের দিকে নিয়ে যাওয়া হয়।

X