বাংলাহান্ট ডেস্ক : নিরাপদ বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো উপায় হল পোস্ট অফিস (Post Office) এবং ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট। এখানে দ্বিগুণ হতে পারে বিনিয়োগের অর্থ। তেমনি পোস্ট অফিসের ঝুঁকিবিহীন একটি স্কিম হল কিষাণ বিকাশপত্র (KVP)। রিটার্ন দেওয়ার ক্ষেত্রে এই স্কিম দারুন কার্যকরী। বহু মানুষ এই টিমে বিনিয়োগ করে থাকেন। কয়েক মাসের মধ্যে টাকা দ্বিগুণ হয়ে যায় এই স্কিমে।
কিষাণ বিকাশপত্র (KVP) স্কিমে, কোন বিনিয়োগকারী কমপক্ষে ১০০০ টাকা ১০০ টাকার গুণে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নেই। যত টাকা ইচ্ছে আপনি বিনিয়োগ করতে পারেন। সিঙ্গেল এবং ডবল একাউন্ট খোলা যেতে পারে এই কিষাণ বিকাশ পত্র যোজনার আওতায়। তাইলে দশ বছরের বেশি বয়সী শিশুর নামেও এই অ্যাকাউন্ট খোলা সম্ভব।
আরোও পড়ুন : পরমাণু অস্ত্রসম্ভার নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই ভারত-পাকিস্তানের! চীনের অবস্থা ঠিক কেমন, দেখুন
কিষান বিকাশ পত্রে যত ইচ্ছা অ্যাকাউন্ট খুলতে পারেন কোন ব্যক্তি। এক্ষেত্রে কোন নির্দিষ্ট সীমা নেই। মূলত পোস্ট অফিসের এই বিশেষ প্রকল্পটি সুদ দিয়ে থাকে ত্রৈমাসিকের ভিত্তিতে। বর্তমানের ৭.৫% সুদ দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম। যদি আপনি এখানে ৫ লক্ষ টাকা বিনি য়োগ করেন তাহলে ১০ লক্ষ টাকা পেতে পারেন।
পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র প্রকল্পের আওতায় যদি কোন বিনিয়োগকারী পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ম্যাচিওরিটি অর্থাৎ ১১৫ মাস পর্যন্ত মেয়াদে রাখেন, সে ক্ষেত্রে ওই টাকার সুদ হবে ৫ লক্ষ টাকা। অর্থাৎ বিনিয়োগকারী যা অর্থ বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগকৃত অর্থ মেয়াদ পূর্তির সময় সুদ এবং আসল মিলিয়ে ডবল হবে। ঠিক যেমন পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদ পূর্তির সময় তা ১০ লক্ষ টাকা হয়ে যাবে।