পেনশন নিয়ে এবার নো টেনশন! মাস গেলে পাবেন ২০ হাজার টাকা, ধামাকাদার স্কিম পোস্ট অফিসের

বাংলাহান্ট ডেস্ক : নিশ্চিত বিনিয়োগের মাধ্যম হিসেবে অনেকের কাছেই প্রথম পছন্দ পোস্ট অফিস (Post Office)। সব ধরনের মানুষের কথা চিন্তা করে পোস্ট অফিসের (Post Office) রয়েছে বিভিন্ন স্কিম (Scheme)। এই স্কিমগুলি থেকে যেমন মেলে ভালো রিটার্ন, তেমনই থাকে আর্থিক নিরাপত্তা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিসে বিনিয়োগ করলে টাকা মার যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

পোস্ট অফিসের (Post Office) দুর্দান্ত প্রকল্প

ঝুঁকিবিহীন বিনিয়োগের মাধ্যম হিসেবে বরাবরই সাধারণ মানুষের কাছে প্রথম পছন্দের ঠিকানা পোস্ট অফিস (Post Office)। সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে পোস্ট অফিসের রয়েছে বিভিন্ন স্কিম। প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট অফিসের (Post Office) এমন স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে প্রতি মাসে মিলবে মোটা টাকার রিটার্ন। আজ আমরা কথা বলছি পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme) সম্পর্কে।

   

আরোও পড়ুন : আদানি করে দেখালেন কামাল! আম্বানিকে হারিয়ে হলেন ভারতের শ্রেষ্ঠ ধনকুবের, লাফিয়ে বাড়ল সম্পদ

বৃদ্ধ বয়সে নিশ্চিত আয়ের গ্যারান্টি দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম। চাকরি থেকে অবসর গ্রহণ করার পর অনেকের চিন্তা থাকে প্রতি মাসে অর্থের সংস্থান নিয়ে। বিশেষ করে যাদের পেনশন নেই তারা থাকেন আরো চিন্তায়। তবে পোস্ট অফিসের (Post Office) এই স্কিমে যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে মাসে ঘরে বসে ২০ হাজার ৫০০ টাকা রোজগার কোনও ব্যাপারই নয়। চলুন বুঝে নেওয়া যাক সেই হিসাব।

আরোও পড়ুন : অভিনয় আর নাচ ছাড়াও নিখুঁত হাতের কাজ! অপরাজিতা আঢ্যর কান্ড থেকে ‘থ’ নেটপাড়া

এই স্কিমে ষাটোর্ধ্ব ব্যক্তিরা বিনিয়োগ করতে পারেন। এছাড়াও ৫৫-৬০ বছর বয়সের মধ্যে যারা ভিআরএস নিয়েছেন তারাও নাম লেখাতে পারেন সিনিয়র সিটিজেন স্কিমে। বর্তমানে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ মিলছে সিনিয়র সিটিজেন স্কিমে। যদি কোনো প্রবীণ নাগরিক এই স্কিমে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সুদ বাবদ বিনিয়োগকারী প্রতি বছর পাবেন  ২ লক্ষ ৪৬ হাজার টাকা।

Post office scheme

এই ভাবে প্রতি মাসে পোস্ট অফিসের (Post Office) মাধ্যমে প্রবীণ নাগরিকদের আয় হতে পারে ২০৫০০ টাকা। পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এসসিএসএস-এ মাত্র ১ হাজার টাকা বিনিয়োগ করে খোলা যেতে পারে অ্যাকাউন্ট। ঝুঁকি বিহীন বিনিয়োগের মাধ্যমে এই স্কিম আপনাকে দেবে মোটা রিটার্ন। তবে একটা কথা মাথায় রাখবেন যে কোন বিনিয়োগ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর