তৃণমূল নেতাদের তোলাবাজ, চিটিংবাজ বলে তোপ দাগায় ত্বহা সিদ্দিকির বিরুদ্ধে পোস্টার তারকেশ্বরে

বাংলাহান্ট ডেস্কঃ বেশকিছু দিন পর আবারও সংবাদ শিরোনামে উঠে এলেন ফুরফুরা শরিফের পীরজাদা (Pirzada) ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui)। বঙ্গ রাজনীতিতে বরাবরই ঠোঁটকাটা রাজনীতিবিদ হিসেবে তাঁর নাম রয়েছে। তবে এবার সর্বসমক্ষে এলাকায় কিছু তোলাবাজ, চিটিংবাজ আছে বলে অভিযোগ করার পর, তাঁর বিরুদ্ধেই পোস্টার পড়তে দেখা গেল তারকেশ্বরের পিয়াসারায়।

বিষয়টা হল, তারকেশ্বরের পিয়াসারা এলাকায় গত শনিবার একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে কিছু বক্তব্য রাখেন ফুরফুরা শরীফের পিরজাদা। সেখানে অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রশংসা করার পাশাপাশি, স্থানীয় তৃণমূল নেতৃত্বদের তোলাবাজ বলে তোপ দাগেন তিনি। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও।

maxresdefault 150

ত্বহা সিদ্দিকির এমন বক্তব্যের পর হইচই পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। আর এই ঘটনার পরই রবিবার পিয়াসারা এলাকায় তাঁর বিরুদ্ধে পোস্টার পরার অভিযোগ উঠেছে। অবে এবিষয়ে ত্বহা সিদ্দিকির দাবি, ‘এলাকার কিছু সুবিধাবাদী তোলাবাজ তৃণমূল নেতা নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য এসব করেছে। দিনে যারা তৃণমূল করেন, আর রাতে বোমা বাঁধেন, তারাই এই কাজের সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাব, তিনি যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন’।

এবিষয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায় জানিয়েছেন, ‘আমি এবিষয়ে কিছুই জানি না’। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, ‘বিজেপি, আরএসএসের থেকেও ভয়ঙ্কর তৃণমূল’ ত্বহা সিদ্দিকির এমন বক্তব্যের পেপার কাটিং দিয়েই পোস্টার পড়তে দেখা গিয়েছিল। তবে পুলিশ পরবর্তীতে সকল পোস্টার ছিঁড়ে দেয়।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর