বাংলা হান্ট ডেস্ক : রাজ্য রাজনীতি যেন কোনও নাটকের মঞ্চ। লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) যত এগিয়ে আসছে ততই বাড়ছে ‘ফুলবদল’র ঘটনা। কখনও জোড়া ফুলের কাণ্ডারি আসছে পদ্মে তো কখনও আবার পদ্ম অনুগামী যাচ্ছে ঘাসফুল শিবিরে। তাপস রায়ের বিজেপি যোগদানের ঠিক একদিনের মাথায় তৃণমূলের হাত ধরল রাণাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী (Mukut Mani Adhikari)।
বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূলের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পিছনে হাঁটতে দেখা যায় মুকুটমণিকে। রাজনৈতিক মহলের জল্পনা রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটের লোভ ছিল মুকুটমণির, সেই আশা পূরণ না হওয়াতেই নাকি এমন পদক্ষেপ। এদিকে সদ্যই মুকুটমণির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বধূ নির্যাতনের (Domestic Violence)।
আবার তৃণমূল ছেড়ে বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। তবে তার আগে নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। যদিও তা এখনও গৃহীত হয়নি। তৃণমূলও পাল্টা বিজেপির থেকে ছিনিয়ে নেয় বধূ নির্যাতনে অভিযুক্ত মুকুটমণি অধিকারীকে। সেই তিনিই উপস্থিত ছিলেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার কলকাতায় যে মিছিলের আয়োজন হয় সেখানে।
আরও পড়ুন : সবার সেরা TCS, ছাপিয়ে গিয়েছে বিশ্বের তাবড় তাবড় কোম্পানিকে! বিশ্বমঞ্চে নয়া রেকর্ড Tata-র
Charge Sheet No. – 05/24
Charge Sheet Filed on. – 10/02/2024
Charge Sheet Filed by – Tiljala Police Station under Kolkata Police.
Department – Home and Hill Affairs; Govt of WB.
Minister in Charge of Concerned Department – Mamata Banerjee.
Name of Chargesheeted Person – Dr.… pic.twitter.com/JDGY13ln0v— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) March 7, 2024
নারীদের সম্মান জানাতে আয়োজিত মিছিলে করা মুকুটমণিকে হাঁটতে দেখে সমালোচনা শুরু হয়েছে নেট মাধ্যমে। উল্লেখ্য যে, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকাও গ্রহণ করেন তিনি। এমন একজনকে দলে নিয়ে এবং তারপর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে যে মিছিল হয় সেখানে হাঁটিয়ে প্রশ্নের মুখে পড়েছে তৃণমূল।
এইদিন এই প্রসঙ্গে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সবাই দেখুন আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূলের মিছিলে ভাইপোর পাশে কে হাঁটছেন! রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। বিয়ের মাত্র ১১ দিনের মধ্যে স্ত্রী তার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন। আর তাই খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় কেন তৃণমূল তাকে নিজেদের মিছিলে হাঁটার ক্ষেত্র যোগ্য বলে মনে করে!’
আরও পড়ুন : উপহারের সামগ্রী বেচে দেশের স্বার্থে ১৫০ কোটি দান! নজির গড়লেন প্রধানমন্ত্রী
কী অভিযোগ রয়েছে মুকুটমণির বিরুদ্ধে?
গত বছরই মে মাস নাগাদ স্বস্তিকা ভুবনেশ্বরী নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় মুকুটমণির। কিন্তু শুভ পরিণয় হয়নি তা, কারণ বিয়ের মাত্র ১১ দিনের মাথায় কলকাতার তিলজলা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্বস্তিকা। তিনি বলেন, ২৮ মে তাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়। কিন্তু তারপরই তাঁকে স্ত্রী বলে পরিচয় দেওয়ার জন্য ১ কোটি টাকা দাবি করেন মুকুটমণি। এমনকি টাকা না দিলে ডিভোর্স দিতে হবে বলেও দাবি তার। অভিযোগ দায়ের হতেই আগাম জামিনের পেতে আদালতে ছোটাছুটি শুরু করেন প্রাক্তন বিজেপি বিধায়ক।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…