‘ভাঁট বকেই শেষ হয়ে গেলো’, কেকের মৃত‍্যুর পর নাম না করে রূপঙ্করকে তোপ পৌষালীর

বাংলাহান্ট ডেস্ক: কলকাতায় শো করতে এসে চিরতরেই বিদায় নিলেন কেকে (KK)। অথচ মৃত‍্যু দিনেও বাংলারই এক শিল্পীর কাছ থেকে তিনি পেলেন ‘অপমান’। ‘হু ইজ কে?’ কেকে-র থেকে অনেক গান করেন বলে জোর গলায় দাবি করেছিলেন গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। বদলে পেলেন নেটিজেনদের একরাশ ক্ষোভ।

শুধু কেকের অসংখ‍্য গুণমুগ্ধ এবং নেটনাগরিকদের সমালোচনাই নয়। সঙ্গীত জগতেরই একাধিক শিল্পী মুখ খুলেছেন রূপঙ্করের বিরুদ্ধে। তাঁদের মধ‍্যে একজন পৌষালী বন্দ‍্যোপাধ‍্যায় (Poushali Banerjee)। ৩০ মে নজরুল মঞ্চে ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের অনুষ্ঠানে গেয়েছিলেন কেকে।

IMG 20220531 232928
তাঁর অগুন্তি ভক্তদের মধ‍্যে একজন পৌষালী। প্রিয় গায়ককে চোখের সামনে দেখার লোভ সামলাতে পারেননি তিনি। লুকিয়ে গিয়েছিলেন অনুষ্ঠানে‌। দু চোখ ভরে দেখেছিলেন ওই জাদু ভরা কণ্ঠের অধীশ্বরকে। তার পরদিনই যে মানুষটার মৃত‍্যু সংবাদ শুনতে হবে সেটা দুঃস্বপ্নেও ভাবেননি পৌষালী।

আরো অনেকের মতোই রূপঙ্করের মন্তব‍্যে ক্ষুব্ধ হয়েছেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় নাম না করে প্রকাশ করেছেন সেই ক্ষোভ। তীব্র কটাক্ষ করে লিখেছেন, ‘এক “শিল্পী” গান গেয়ে শেষ হয়ে গেলো। আর এক “শিল্পী”,, ভাঁট বকে শেষ হয়ে গেলো।’ সঙ্গে হুঁশিয়ারি, প্রিয় শিল্পীকে নিয়ে কেউ ফালতু কথা বললে কিছুতেই মানবেন না।

IMG 20220601 164043
বিতর্ক নিয়ে কোনো মন্তব‍্য করেননি রূপঙ্কর। তবে বুধবার তিনি ও তাঁর স্ত্রী চৈতালি বাগচী টালা থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার স্টার জলসার ‘ইসমার্ট জোড়ি’র শুটিং ছিল রূপঙ্কর চৈতালির। কিন্তু সেই শুট মাঝপথে বন্ধ রেখেই বাউন্সার নিয়ে টালা থানায় হাজির হন দুজনে।

জানা যাচ্ছে, খুনের হুমকি দিয়ে ফোন আসছে রূপঙ্করের বাড়িতে। বাধ‍্য হয়ে ব‍্যক্তিগত নিরাপত্তারক্ষী রেখেছেন তাঁরা। আতঙ্কে সিঁটিয়ে রয়েছে গায়কের পরিবার। অভিযোগ দায়ের করার পরেই রূপঙ্করের বাড়িতে পুলিস পৌঁছেছে বলে খবর। হুমকি ফোন আসা নম্বর গুলি থেকে আসল ব‍্যক্তিদের খোঁজার চেষ্টা চলছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর