বাংলাহান্ট ডেস্কঃ পুলিশের কর্মকান্ডের উপর বেজার চটলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী (prahlad modi)। তাঁর অনুগামীদের গ্রেফতার করার প্রতিবাদে একটি চেয়ার নিয়ে বিমান বন্দরের বাইরেই ধর্নায় বসলেন তিনি। জলখাবার দিলেও তা ফিরিয়ে দেন প্রধানমন্ত্রীর ভাই।
ঘটনাটি ঘটে গতকাল অর্থাৎ বুধবারে। ইন্ডিগো বিমানে চেপে বুধবার বিকেল ৫ টা নাগাদ লখনউ আসেন প্রহ্লাদ মোদী। সেখানে প্রহ্লাদ মোদীর অনুগামীদের ঢল নামে। সেই জনস্রোত সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা হয় পুলিশের। পুলিশ সূত্রের খবর, লখনউ বিমানবন্দরে হাই সিকিউরিটি এলাকায় ঢুকে পড়ে প্রহ্লাদ মোদীর বেশ কয়েকজন অনুগামী। সেই কারণে ১৪৪ ধরা ভঙ্গ করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশ মেনেই তারা এই কাজ করেছে। কিন্তু তা মনাতে নারাজ প্রধানমন্ত্রীর ভাই। তাঁর দাবি, হয় তাদের কাছে এরকম কোন নির্দেশ আসেনি, নাহলে তারা প্রধানমন্ত্রীর দপ্তরকে বদনাম করতে চাইছে। কারণ এই গ্রেফতারি পরোয়ানার কোন লিখিত নির্দেশের কপি পুলিশ প্রশাসন দেখাতে পারেনি।
অনুগামীদের গ্রেফতার করার প্রতিবাদে একটি চেয়ার নিয়ে বিমানবন্দরের গেটের সামনেই ধর্নায় বসেন প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী। বিমানবন্দরের পক্ষ থেকে তাঁকে জলখাবার দেওয়া হলেও, কিছুতেই তা মুখে তুলতে নারাজ ছিলেন তিনি।
প্রহ্লাদ মোদীর কথায়, ‘প্রয়াগ্রাহতে যাওয়ার কথা ছিল আমার। এখন আমার অনুগামীদের জেলে নিয়ে যাওয়া হয়েছে। তারা জেলে আর আমি বাইরে ঘুরে বেড়াব, এটা দৃষ্টিকটু বিষয়। আমাকে খাবার ও জল দেওয়া হয়েছে, তবে আমি এখান থেকে কোথাও যাব না’। তবে বেশিক্ষণ এই ধর্না না চললেও, দেড় ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেন প্রহ্লাদ মোদী।