‘উনি মনে হয় রাজ্যকে আমেরিকা বানিয়ে ফেলেছেন!” মুখ্যমন্ত্রী সহ INDIA জোটকে তীব্র আক্রমণ পিকের

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ সালের লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক বক্তৃতাও ততটাই তীব্র হচ্ছে। এর মধ্যে নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (Prashant Kishor) আবারও বিহারের মহাজোট সরকারকে নিশানা করেছেন। বিশেষ করে নীতীশ কুমার (Nitish Kumar) ও লালু যাদব (Lalu Prasad Yadav) তার টার্গেট। প্রশান্ত কিশোর বলেন, বিহারে নেতারা শার্টের ওপরে গেঞ্জি পরেন, এবং নিজেকে তৃণমূল স্তরের বলে দাবি করেন। নীতীশ কুমার গেঞ্জির উপর শার্ট পরে থাকেন বলে সবাই তাকে একজন শিক্ষিত মানুষ বলে মনে করেন। তবে তা সত্য নয়।

লালু-নীতীশকে কটাক্ষ করেন প্রশান্ত কিশোরঃ পিকে বলেন, লালুপ্রসাদের দল আরজেডি-র একজনও সাংসদ নেই, কিন্তু তারা প্রধানমন্ত্রীত্বর নিচে কথা বলে না। আজ নাকি তারাই সিদ্ধান্ত নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী কে হবেন! শুধু তাই নয়, বিহার দেশের সবচেয়ে দরিদ্র ও পিছিয়ে পড়া রাজ্য এবং নীতীশ কুমার এমনভাবে কথা বলছেন যেন তিনি বিহারকে আমেরিকা বানিয়ে ফেলেছেন। বিহারের নেতারা শার্টের উপর গেঞ্জি পরে সর্বদা এমন ভাব করেন যে তারাই তৃণমূল স্তরের নেতা। আজ নীতীশ কুমার গেঞ্জির উপর শার্ট পরে আছেন বলে সবাই মনে করছেন যে তিনি একজন শিক্ষিত মানুষ।

নিতীশকে নিশানাঃ পিকে বলেন, নীতীশ কুমারের অবস্থা অন্ধদের কানা রাজার মতো, তিনি বিহারের অনন্য শিক্ষিত ব্যক্তি নন। কিন্তু ওনার ভ্রম হলে যে, শুধু আমিই সব জানি। এর প্রধান কারণ হল তার চারপাশে বোকায় ভর্তি। এখানকার নেতারা নিজের নামও লিখতে জানেন না, নীতীশ কুমার নিজের নাম সই করতে পারেন বলে লোকে মনে করেন তিনি খুব পণ্ডিত মানুষ।

আপনাদের বলে দিই যে, প্রশান্ত কিশোরও ২০২৪-র লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। বিহারে তারা জন সুরাজ পদযাত্রা বের করছে। তাঁর সমর্থিত প্রার্থী এমএলসি উপনির্বাচনেও জয়ী হয়েছিলেন। আগামী ২ অক্টোবর তিনি দলের নাম ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে। সম্প্রতি অনেক প্রাক্তন আইএএস এবং আইপিএস অফিসার প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মিলিয়েছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর