মৌখিক লড়াইতে এবার মাঠে নামলেন প্রশান্ত কিশোর, অমিত শাহকে ছুঁড়লেন চ্যালেঞ্জ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দুদিনের সফর সেরে রবিবার বাংলা ছেড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। এরই মধ্যে অমিত শাহকে আক্রমণ করলেন প্রশান্ত কিশোর (prashant kishore)। ট্যুইটে চ্যালেঞ্জ করে লিখলেন, বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০ কেন, দু অঙ্কের গন্ডিও পেরোতে পারবে না বিজেপি। শুধু লিখেই থেমে যাননি তৃণমূলের ভোটকুশলী, এই ট্যুইটটি যত্ন সহকারে রেখেও দিতে বলেছেন বাংলার মানুষকে।

অমিত শাহের শনিবারের মেদিনীপুর সভায় প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী সহ একঝাঁক তৃণমূল নেতৃত্বরা যোগ দিয়েছেন বিজেপি শিবিরে। তাদের মধ্যে অনেকেরই ক্ষোভ রয়েছে প্রশান্ত কিশোরের উপর। শুধু তাই নয়, দল মধ্যস্থ অনেক নেতৃত্বরাই প্রশান্ত কিশোরের উপর ক্ষিপ্ত হয়ে রয়েছেন। দিদির প্রতি আস্থা থাকলেও প্রশান্ত কিশোরের কোন কথা তারা শুনতে নারাজ।

শুক্রবার বিকেলে দলীয় শীর্ষ স্থানীয় নেতৃত্বদের নিয়ে কালীঘাটে তড়িঘড়ি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে সরাসরি প্রশান্ত কিশোরকে দল ভাঙ্গার কারণ জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের পর যাকে ড্যামেজ কন্ট্রোল করে রাখার জন্য ভোটকৌশলী করে নিয়ে আসা হয়েছিল, বিধানসভা নির্বাচনের পূর্বেই এখন তাঁর বিরুদ্ধে উঠছে নানা অভিযোগের সুর। সেইসমস্ত বিষয়ে প্রশান্ত কিশোরের কাছে দল ভাঙ্গার কারণ জানতে চেয়েছিলেন দলনেত্রী।

শনিবার দলে বিরাট ভাঙ্গনের পর সোমবার সকালে এক ট্যুইট করে অমিত শাহকে আক্রমণ করলেন প্রশান্ত কিশোর। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, ২৯৪ আসনের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর বাংলায় বিজেপি ২০০ টিরও বেশি আসনে জয়ী হবে। অমিত শাহের এই কথার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রশান্ত কিশোর ট্যুইটে বলেন, ‘দুই অক্ষরের গন্ডিও পেরোতে পারবে না বিজেপি। মিডিয়াদের একাংশ বিজেপিকে শুধু শুধু তোল্লাই দিচ্ছে। ২৯৪ আসনের মধ্যে দু অঙ্কের সংখ্যার আসনও পেরোতে পারবে না বিজেপি। আপনারা দয়াকরে আমার এই ট্যুইটটি যত্নসহকারে রেখে দেবেন। আর বিজেপি যদি এর থেকে ভালো কিছু করে দেখায়, তাহলে আমি আমার এই আসন ছেড়ে দেব’।

X