গেরুয়া বস্ত্র গলায় মসজিদে রামপুজো মুসলিমদের! অযোধ্যায় মন্দির উদ্বোধনের দিন বিরল দৃশ্য এই রাজ্য

বাংলাহান্ট ডেস্ক : গতকাল দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। রাম মন্দির ঘিরে দেশের একাধিক জায়গায় আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। এই আবহে সম্প্রীতির ছবি ধরা পড়ল উত্তর কর্নাটকে। উত্তর কর্ণাটক অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের মুসলমানরা অযোধ্যায় রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্টা’ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করলেন মসজিদ প্রাঙ্গণে।

হুবল্লী তালুকের হালিয়ালা গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্যোগে দুটি মসজিদ এবং সৈয়দ আলী দরগাহ প্রাঙ্গণে রামের ছবি প্রতিষ্ঠা করে উপাসনা করা হয়। এই উপলক্ষে গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এবং গ্রামবাসীরা অনেকেই পরিধান করেন জাফরান রঙের পোশাক।

আরোও পড়ুন : গরু পাচারকারী সন্দেহে বাংলাদেশের সীমান্তরক্ষীকে গুলি! BSF-র হামলায় নিহত বিজিবি সদস্য

গদগ জেলার নারগুন্দ তালুকের হুনাসিকাট্টি গ্রামে মুসলমানরা রাম পুজো উপলক্ষে বিশেষ হোমের আয়োজন করেন। মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও। পাশাপাশি পুষ্পস্তবক অর্পণ করা হয় ভারত মাতার ছবিতেও। উত্তর কর্নাটকের গ্রামের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষেরা গত ২২শে জানুয়ারি তৈরি করলেন সম্প্রীতির এক নতুন ইতিহাস।

আরোও পড়ুন : দামে কম মানে ভালো মারুতির এই গাড়ি! মাত্র ৪ লাখি এই যানটি দেবে ৩৩ কিলোমিটারের মাইলেজ

প্রসঙ্গত, মহা ধুমধুম করে গতকাল অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণ প্রতিষ্ঠা করেন রামলালার। এই অনুষ্ঠানে গোটা পৃথিবী থেকে রাম ভক্তরা এসে উপস্থিত হয়েছিলেন অযোধ্যায়। রাম মন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী এই দিনটিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন।

In ancient times, this ruler built the Ram Mandir

নতুন যুগের সূচনা হয়েছে বলে তিনি জানান গতকালের ভাষণে। রাম মন্দিরের দরজা আজ থেকে খুলে গেছে সাধারণ ভক্তদের জন্য। আজ সকাল সাতটা থেকে সাধারণ দর্শনার্থীরা রাম দর্শন করতে পারছেন মন্দিরে। সব মিলিয়ে খবরের শিরোনামে রাম মন্দির।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর