যোগীরাজ্যের মসজিদে টিম ইন্ডিয়ার জন্য প্রার্থনা! নমাজ পড়লেন মুসলিমরা, উঠল ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র ২৪ ঘণ্টা পরেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল (World Cup Final 2023) অস্ট্রেলিয়ার (Australia) মুখোমুখি হতে চলেছে ভারত (India)। ২০১১-সালের এক যুগ পর ফের বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় ভারত। প্রার্থনা করছে গোটা দেশবাসী। এরকমই এক চিত্র দেখা গেল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশাম্বী মসজিদে (Kaushambi Masjid)।

ভারতের বিশ্বকাপ জয়ের জন্য উত্তরপ্রদেশের কৌশাম্বীর মসজিদে প্রার্থনা করলেন মুসলিম (Muslim) ধর্মাবলম্বীরা। ওই মসজিদটিকে জামা মসজিদও বলা হয়। প্রার্থনার পর সেখানে স্বাক্ষর অভিযানও করা হয়। পাশাপাশি প্রার্থনার পরে মুসলিম ধর্মাবলম্বীরা মসজিদের বাইরে ‘হিন্দুস্তান জিন্দাবাদ'(Hindustan Zindabad) স্লোগান দেন।

   

আরও পড়ুন: দমদার ২৭! ধর্মতলায় ‘বঞ্চিত’দের নিয়ে ঐতিহাসিক সমাবেশ করবে বিজেপি, আসছেন শাহ

শুধু তাই নয়, যোগীরাজ্যের বিভিন্ন মসজিদে ভারতীয় দলের জন্য দোয়া করেন মুসলিম ধর্মাবলম্বীরা। সেইসঙ্গে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন তারা। পাশাপাশি তেরঙা (Tricolor) নিয়ে মিছিল করতে দেখা যায়। সেই সময় মসজিদের বাইরে উপস্থিত ছিলেন এএসপি এবং বিভিন্ন পুলিশ বাহিনীর আধিকারিকেরা। পাশাপাশি ক্রীড়া সংগঠনের সংগঠক ডঃ অরুণ কেশরওয়ানি-সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন।

rohit's team india

উল্লেখ্য, বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড কোয়ালিফাই করেছিল। নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পদার্পণ করেছে ভারত। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) রবিবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা ভারতবাসী। আশায় বুক বেঁধেছে সকলেই। প্রার্থনা-দোয়া চলছে দেশজুড়ে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর