এবার নিষ্পত্তি হবে শিক্ষক নিয়োগ মামলা! বিরাট অ্যাকশন নিল কলকাতা হাইকোর্ট, চাপে দুর্নীতিবাজরা

বাংলা হান্ট ডেস্ক : বঞ্চিত চাকরিপ্রার্থীদের কাতর আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার দ্রুত নিষ্পত্তির জন্য নতুন ডিভিশন বেঞ্চ (Division Bench) গঠন করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের তত্ত্বাবধানে এই নতুন বেঞ্চ তৈরি করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, এবার বিচারপতি দেবাংশু বসাকের (Debangsu Basak) ডিভিশন বেঞ্চে গেল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা

গত ৯ নভেম্বর এই মামলা ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে। বিচারপতিদ্বয় সাফ জানিয়ে দেন যে, এবার থেকে বাংলার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে হাইকোর্ট থেকেই। এমনকি এই সমস্ত মামলার নিষ্পত্তি আগামী ৬ মাসের মধ্যেই করতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

এর আগে ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনও চাকরি বাতিল হবে না। এবং বকেয়া সমস্ত মামলার শুনানি যাতে দ্রুত হয় তার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গড়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবারই এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্য লাহিড়ি।

আরও পড়ুন : মলয়ের মাথায় বাজ! বড় রায় দিল হাইকোর্ট, এবার কী কপাল পুড়তে চলেছে রাজ্যের আইনমন্ত্রীর?

এরপরেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন ডিভিশন বেঞ্চ গঠনও হয়ে গেছে গতকাল। উল্লেখ্য, গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই দুর্নীতির দায়ে জেলে গিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি জেলে গিয়েছে তৃণমূলের বহু হেভি ওয়েট নেতা, পর্ষদ সভাপতি, এসএসসির চেয়ারম্যান সহ শিক্ষা দফতরের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা।

আরও পড়ুন : শনিতেই ৭৫ কিমি বেগে উঠবে ঘূর্ণিঝড়! কমলা সতর্কবার্তা একাধিক জেলায়, জানুন IMD রিপোর্ট

kolkata high court

সম্প্রতি এই প্রসঙ্গে চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী আদালতের দ্বারস্থ হয়ে জানিয়েছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। চাকরিপ্রার্থীরা আর কতদিন মামলার শুনানির অপেক্ষায় রাস্তায় দিন কাটাবে? প্রশ্ন তুলেছিলেন তিনি। আর এবার চাকরিপ্রার্থীদের সেই কষ্টে সাড়া দিয়ে নতুন বেঞ্চ গঠন করা হল। এবার থেকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর