কাশ্মীরি পণ্ডিতের হত‍্যার ঘটনায় বিচার চেয়ে সরব হলেন প্রীতি জিন্টা

বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতের পর এবার উপত‍্যকায় কাশ্মীরি পণ্ডিত (kashmiri pandit) অজয় পণ্ডিতের (ajay pandit) হত‍্যা নিয়ে সরব হলেন প্রীতি জিন্টা (preity zinta)। কাশ্মীরে অজয় পণ্ডিতের নৃশংস হত‍্যার ঘটনায় দোষীদের বিচার চেয়ে সোশ‍্যাল মিডিয়ায় সরব হয়েছেন প্রীতি।কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত‍্যাচারের ঘটনাতে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ প্রীতি।
নিজের টুইটার হ‍্যান্ডেলে অনন্তনাগের গ্রামপ্রধান কাশ্মীরি পণ্ডিত অজয় পণ্ডিতের হয়ে বিচার চেয়ে টুইট করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘অনন্তনাগে গ্রামপ্রধানের নৃশংস হত‍্যায় গভীর ভাবে শোকাহত। এই শোকের সময়ে তাঁর পরিবারকে আমার সমবেদনা জানাই। আশা করি ওনার পরিবার সঠিক বিচার পাবেন। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।’

https://twitter.com/realpreityzinta/status/1270855056749817856?s=19

এর আগে উপত‍্যকায় কাশ্মীরি পণ্ডিত হত‍্যার ঘটনার বিরুদ্ধে সরব হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। সোশ‍্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দেন তিনি। একটি ভিডিও বার্তায় এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি কটাক্ষ করেন তারকাদের। কঙ্গনা অভিযোগ করেন, জেহাদি কার্যকলাপের অ্যাজেন্ডা থাকলেই একদল তারকা, বুদ্ধিজীবী পথে নেমে বিক্ষোভ দেখান, মোমবাতি মিছিল করেন। কিন্তু কাউকে বিচার দেওয়ার সময় তাদের মুখ থেকে আওয়াজ বেরোয় না।

IMG 20200611 165107
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়ে কঙ্গনা বলেন, কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে ফেরত পাঠানো হোক, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। অজয় পণ্ডিতের বলিদান যেন ব‍্যর্থ না হয়।

https://www.instagram.com/tv/CBQFFbEg7_c/?igshid=1qaoi2kmfjeaf

প্রসঙ্গত, সম্প্রতি কাশ্মীরের অনন্তনাগের লুকবাওয়ানের লরকিপোরায় জঙ্গিদের গুলিতে মৃত‍্যু হয় গ্রামপ্রধান কাশ্মীরি পণ্ডিত অজয় পণ্ডিতের। জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দেন তাঁকে। কিন্তু এরপরেও ভয় পেয়ে কাশ্মীর ছেড়ে কোথাও যাবেন না বলে সাফ জানিয়েছে অজয়ের পরিবার।

Niranjana Nag

সম্পর্কিত খবর