বড় পদক্ষেপ ইডির, অবৈধ খনি মামলায় গ্রেফতার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট প্রেম প্রকাশ

বাংলাহান্ট ডেস্ক : ঝাড়খণ্ডের (Jharkhand) খনি মামলায় বড় পদক্ষেপ করল তদন্তকারী সংস্থা ইডি। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren)ঘনিষ্ট প্রেম প্রকাশকে (Prem Prakash) গ্রেফতার করেছে ইডি (ED)। জানা যাচ্ছে, প্রেম প্রকাশ শুধুমাত্র মুখ্যমন্ত্রীরই ঘনিষ্ঠ নন, হেমন্ত সোরেনের পারিবারিক বন্ধু অমিত অগ্রবালের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর। গত মঙ্গলবার রাতে প্রেম প্রকাশের বাড়িতে তল্লাশি চালানোর সময় দু’টি AK-47, ৬০ টি কার্তুজ এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। যদিও পরে রাঁচি পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একটি বিবৃতি দিয়ে জানানো হয় ওই বন্দুক প্রেম প্রকাশের নয়। তাঁর সুরক্ষার জন্য বাড়িতে হাজির থাকা দুই পুলিশ কনস্টেবলের বন্দুক ওগুলি।

1077c06eb1822307714e986a8a8c9d1c1661356624300502 original

ইডি সূত্রে খবর, অবৈধ খনি চালানো এবং তোলা আদায় করার অপরাধে হেমন্ত সোরেনের ঘনিষ্ট বন্ধু পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করেছে ইডি। টানা জেরা চলছে তাঁর। উঠে আসছে একাধিক তথ্য। তাঁর দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই বিহার ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায় চলছে ইডির অভিযান। সব মিলিয়ে মোট ১৭ জায়গায় ইডি হানা দিয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও (Hemant Soren) ED-র স্ক্যানারে রয়েছেন বলে খবর।

এর আগে অবৈধ খনি মামলায় পঙ্কজ মিশ্র এবং তার সহযোগী বাচ্চু যাদবকে গ্রেফতার করে পুলিশ। গত ৮ জুলাই, পঙ্কজ মিশ্র এবং বাচ্চু যাদবের ১৯ টি জায়গায় তল্লাশি চালায়। এইতল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৫০ টি ব্যঙ্ক অ্যাকাউন্টে ১৩.৩২ কোটি টাকা। অভিযোগ উঠে আসে, পঙ্কজ মিশ্র বিভিন্ন খনি ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকাও নেয় বলে অভিযোগ।

download 65

ঝাড়খণ্ডের এই অবৈধ খনি মামলায় প্রায় ১০০ কোটি টাকা তোলা আদায় করা হয় বলে জানা যায়। এই টাকার বিষয়ে বেশ কিছু সাক্ষীও জোগাড় করেছে ইডি। এছাড়া মানুষের বয়ান, বিভিন্ন নথিপত্রও বাজেয়াপ্ত করেছে তদন্তকারীর সংস্থা। ইডি জানতে পেরেছে এই বিরাট পরমাণ টাকার মূল উৎসই ছিল অবৈধ খনি।


Sudipto

সম্পর্কিত খবর