পশ্চিমবঙ্গে আচমকাই বেড়ে গেল দুধের দাম! মাথায় হাত জনতার, জানুন নয়া রেট

বাংলাহান্ট ডেস্ক : দুধের ‘মূল্য’ চোকাতেই গিয়েই নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। ইতিমধ্যেই রাজ্য সরকারের (State Government) তরফ থেকে দুধের দাম (Milk Price) বাড়ানোর বিষয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আয়ুশ টোনড মিল্ক, সুপ্রিম এসটিডি মিল্ক সব ধরণের দুধেরই মূল্য বৃদ্ধি (Price Hike) পেতে চলেছে। ইতিমধ্যেই, ১৬ ই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে লিটার প্রতি ২ টাকা করে সব ধরণের দুধের দাম বেড়ে গিয়েছে। বাংলার ডেয়ারির ওয়েবসাইটে দুধের এই নতুন দামের কথা উল্লেখ করেও দেওয়া হয়েছে।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৫০০ মিলির প্যাকেটের সুপ্রিম দুধের দাম হয়েছে ২৬ টাকা। ৫০০ মিলির আয়ুশ টোনড দুধের প্যাকেটের দাম হয়েছে ২৫ টাকা। ৫০০ মিলির প্রাণশুদ্ধ কাউ মিল্কের প্যাকেট পাওয়া যাচ্ছে ২৫ টাকায়। স্বাস্থ্য সাথী ডবল টোনড দুধের ৫০০ মিলি প্যাকেটের দাম ২১ টাকা। ২০০ মিলির আয়ুশ টোনড দুধের প্যাকেট পাওয়া যাচ্ছে ১১ টাকায়। এখন থেকে খোলা দুধ লিটার প্রতি মিলবে ৩৬ টাকায়।

যে ধরনের স্বাস্থ্য সাথী দুধের দাম বর্তমানে ৪২ টাকা প্রতি লিটার হয়েছে, সেই ধরনের দুধ ৪৮ টাকা প্রতি লিটারে বিক্রি করে আমূল। সেই জাতের দুধ ৫০ টাকা প্রতি লিটারে বিক্রি করে রেড কাউ। এই জাতের দুধ ৪৪ টাকা প্রতি লিটার বিক্রি করে মাদার ডেয়ারি দিল্লি। মেট্রো কোম্পানি বিক্রি করে প্রতি লিটার ৪৮ টাকায়। অন্যদিকে, বাংলা ডেয়ারির কাউ মিল্ক এবার থেকে ৫০ টাকা লিটারে বিক্রি হবে। আমূল এই জাতের কাউ মিল্ক বিক্রি করে ৫৬ টাকা প্রতি লিটার দরে। পাশাপাশি রেড কাউ ৫৮ টাকা প্রতি লিটারে কাউ মিল্ক বিক্রি করে।

Milk price hike

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা ডেয়ারি দামে কম হওয়ার জন্য বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আমূল, রেড কাউ, মাদার ডেয়ারি দিল্লি, মেট্রোর মত দুধ কোম্পানিগুলোর থেকে কিছুটা হলেও কম দামে পাওয়া যায় বাংলা ডেয়ারির দুধ। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার মাদার ডেয়ারির নাম পরিবর্তন করে রাখে বাংলা ডেয়ারি। এবার এই বাংলা ডেয়ারির দামও বৃদ্ধি করল সরকার। আর এই দুধের দাম বৃদ্ধির ফলে আমজনতার কপালে যে রীতিমতো চিন্তার ভাঁজ পড়বে একথা বলাই বাহুল্য।

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর