ফের একবার নাভিশ্বাস মধ্যবিত্তের! একলাফে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

বাংলা হান্ট ডেস্কঃ রান্নার গ্যাসে হাত পুড়ছে মধ্যবিত্তের। কারণ আজ অর্থাৎ মঙ্গলবার ফের একবার একলাফে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম (LPG)। জানা গেছে আজ থেকে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ টাকা। এরফলে গত একবছরে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ টাকা।

আগে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮৬১ টাকা ছিল। কিন্তু তাতে আজ আরও ২৫ টাকা যোগ হওয়ায় সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৮৬ টাকা। এছাড়াও দেশের রাজধানী দিল্লিতেও দিল্লিতেও এতদিন, ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪৩৪ টাকা। যা এখন বেড়ে হয়েছে ৪৫৯ টাকা।

কলকাতা এবং দিল্লি ছাড়াও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে দেশের একাধিক মেট্রো সিটিতেও। জানা গেছে চেন্নাইতে এতদিন এলপিজি সিলিন্ডারের দাম ৮৫০ টাকা নেওয়া হলেও আজ তা বেড়ে হয়েছে ৮৭৫ টাকা। অন্যদিকে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতেও গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৯৭ টাকা। এছাড়া গুজরাটের আহমেদাবাদে ৮৬৬ টাকা, এবং ভোপালে ৮৬৫ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে দাম বেড়েছিল সিলিন্ডারের। পরবর্তীতে এপ্রিল মাসে অপরিবর্তিত রাখা হয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। এছাড়া এপ্রিলে ১০ টাকা দাম কমানোও হয়েছিল সিলিন্ডারের। তবে ১ জুলাই ফের একবার একলাফে এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছিল।

প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারিতে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৬৯৪ টাকা। যা পয়লা ফেব্রুয়ারিতেই বেড়ে দাঁড়ায় ৭১৯ টাকায়। আর তার ১৫ দিনের মাথায় অর্থাৎ ১৫ ফেব্রুয়ারিতেই তা আরও বেড়ে হয় ৭৬৯ টাকা। এর দশদিন পরই ফের বাড়ে সিলিন্ডারের দাম। ২৫ ফেব্রুয়ারিতে সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৭৯৪ টাকায়। এরপর মার্চে তা বেড়ে দাঁড়ায় ৮১৯ টাকায়। আর এবার ফের একবার ২৫ টাকা দাম বাড়ল সিলিন্ডারের।

সূত্রের খবর , কেন্দ্রীয় সরকার আদতে মাসের প্রথম দিনেই গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আজ অর্থাৎ ১৭ আগস্টের সকালে হঠাৎ করেই ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়ে যাওয়ায় খানিক অবাকই হয়েছেন গ্যাস এজেন্সি অপারেটররাও। আজ সকালেই নির্দেশ পাওয়ার সাথে সাথেই, তেল বিপণন সংস্থাগুলি১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়িয়ে দিয়েছে।

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর