পুজোর আগে দুঃসংবাদ, বাংলার এই জেলায় এক ধাক্কায় ১.১৫ টাকা বাড়ল পেট্রলের দাম! মাথায় হাত জনগণের

বাংলাহান্ট ডেস্ক : আজ পশ্চিমবঙ্গের (West Bengal) কিছু জায়গায় জ্বালানির দাম কমলেও বেশ কিছু জায়গায় দাম উর্ধ্বমুখী। এক নজরে দেখে নিন আজ কোন জেলায় কত টাকায় বিকোচ্ছে পেট্রোল ও ডিজেল।

আজ সব থেকে বড় ধাক্কা কোচবিহারের মানুষের জন্য। সেখানে একলাফে লিটার পিছু ১ টাকা ১৫ পয়সা দাম বৃদ্ধি হয়েছে পেট্রোলের। ৯৮ পয়সা পেট্রোলের দাম বেড়েছে পূর্ব মেদিনীপুরে। এছাড়াও পুরুলিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদা, হাওড়া হুগলি এবং বাঁকুড়ায় দাম বৃদ্ধি পেয়েছে পেট্রোলের। এদিকে আজ আলিপুরদুয়ার, বীরভূম, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় তুলনামূলক কম দামে পেট্রোপণ্য বিক্রি হচ্ছে।

আজ কোন জেলায় প্রতি লিটার পেট্রোলের দাম কত দেখে নিন এক নজরে:

আলিপুরদুয়ার : ১০৬.৮২ টাকা, বাঁকুড়া : ১০৬.৬৭ টাকা, বীরভূম : ১০৬.১৭ টাকা, কোচবিহার : ১০৭.৩৯ টাকা, উত্তর দিনাজপুর : ১০৬.২৬ টাকা, দক্ষিণ দিনাজপুর : ১০৬.৩৬ টাকা, দার্জিলিঙ : ১০৫.৭৩ টাকা, হুগলি : ১০৬.৪৪ টাকা, জলপাইগুড়ি : ১০৫.৭৩ টাকা, মালদা : ১০৫.৯২ টাকা, ঝাড়গ্রাম : ১০৬.৭২ টাকা, কলকাতা : ১০৬.০৩ টাকা, কালিম্পঙ : ১০৫.৯৮ টাকা, হাওড়া : ১০৬.৪২ টাকা, মুর্শিদাবাদ : ১০৬.৪১ টাকা, উত্তর ২৪ পরগনা : ১০৬.৭৬ টাকা, দক্ষিণ ২৪ পরগনা : ১০৬.৩০ টাকা টাকা, নদিয়া : ১০৭.৫৮ টাকা, পূর্ব মেদিনীপুর : ১০৬.৩৭ টাকা, পশ্চিম মেদিনীপুর : ১০৬.৫৫ টাকা, পূর্ব বর্ধমান : ১০৬.৮৫ টাকা, পশ্চিম বর্ধমান : ১০৬.৮৬ টাকা, পুরুলিয়া : ১০৬.৭৫ টাকা

PETROL

আজ কোন জেলায় প্রতি লিটার ডিজেলের দাম কত দেখে নিন এক নজরে:

আলিপুরদুয়ার : ৯৩.৪৯ টাকা, বাঁকুড়া : ৯৩.৩৭ টাকা, বীরভূম : ৯২.৯০ টাকা, কোচবিহার : ৯৪.০৩ টাকা, উত্তর দিনাজপুর : ৯২.৯৮ টাকা, দক্ষিণ দিনাজপুর : ৯৩.০৭ টাকা, দার্জিলিঙ : ৯২.৪৮ টাকা, হুগলি : ৯৩.১৪ টাকা, জলপাইগুড়ি : ৯২.৪৮ টাকা, মালদা : ৯২.৭০ টাকা, ঝাড়গ্রাম : ৯৩.৩৭ টাকা, কলকাতা : ৯২.৭৬ টাকা, কালিম্পঙ : ৯২.৭১ টাকা, হাওড়া : ৯৩.১৩ টাকা, মুর্শিদাবাদ : ৯৩.১২ টাকা, উত্তর ২৪ পরগনা : ৯৩.৪৫ টাকা, দক্ষিণ ২৪ পরগনা : ৯৩.০১ টাকা টাকা, নদিয়া : ৯৪.২০ টাকা, পূর্ব মেদিনীপুর : ৯২.০৫ টাকা, পশ্চিম মেদিনীপুর : ৯৩.২১ টাকা, পূর্ব বর্ধমান : ৯৩.৫৩ টাকা, পশ্চিম বর্ধমান : ৯২.৬১ টাকা, পুরুলিয়া : ৯৩.৪৪ টাকা

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর