বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে গত দুবছর থেকে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগে কেলেঙ্কারির দায়ে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) থেকে শুরু করে বহুজনা। গতকাল শনিবার প্রাথমিক মামলায় ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তার নথি সংক্রান্ত প্রশ্নে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যুক্তিকে ‘উইক’ (দুর্বল) বলে উল্লেখ করেন বিচারক।
পার্থর (Partha Chatterjee) মামলায় ED- র ওপর অসন্তুষ্ট বিচারক
শুনানি চলাকালীন পার্থের আইনজীবী আদালতে বলেন, ইডির কাছে এই মামলা সংক্রান্ত কিছু নথি চাওয়া হয়েছিল। তবে ইডি তা দিতে পারেনি। পার্থর আইনজীবীর পাল্টা ইডির আইনজীবী বলেন, এই মামলায় আরও একটি রিপোর্ট তারা প্রস্তুত করছেন। সে সব নথি পরবর্তী তদন্তে লাগবে তাই পার্থের আইনজীবীকে নথি দেওয়া হয়নি। ইডির যুক্তিতে খানিক বিস্ময় প্রকাশ করেন বিচারক।
তদন্তকারী সংস্থার আইনজীবীকে উদ্দেশ্য করে কিছুটা অসন্তোষ নিয়েই বিচারক বলেন, অত্যন্ত ‘দুর্বল যুক্তি’। পার্থর আইনজীবী নথি সম্পর্কে নিজেদের বক্তব্য লিখিত আকারে ইডিকে জানানোর জন্য আদালতে আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। এই বিষয়ে ইডিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হঠাৎ বদল! কিছুক্ষণেই বৃষ্টির তুলকালাম কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই ৯ জেলায়: আবহাওয়ার খবর
এদিন পার্থ (Partha Chatterjee) ছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে হাজির করানো হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র এবং তৃণমূলের বিতাড়িত যুবনেতা কুন্তল ঘোষকে। এদিন আদালতে দাঁড়িয়ে ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করে মানিক বলেন, ‘‘এটা তো সপ্তম-অষ্টম শ্রেণির সেই বাঁদরের তৈলাক্ত বাঁশ ধরে ওঠানামার অঙ্কের মতো হয়ে যাচ্ছে। বার বার করে চার্জ গঠনের সময়ে তদন্তকারী সংস্থা দাবি করছে যে তাদের তদন্ত চলছে।’’