প্রাথমিক টেট দুর্নীতিতে নয়া মোড়! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে আদালতে রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে রাজ্যে শিক্ষা সংক্রান্ত এবং অন্যান্য ক্ষেত্রে একাধিক মামলায় পুলিশকে সরিয়ে সিবিআইয়ের ওপর ভরসা রেখেছে কলকাতা হাইকোর্ট। একের পর এক মামলায় ক্রমশ সিবিআইকে তদন্তভার দিয়ে চলেছে হাইকোর্টের বিচারপতি। এক্ষেত্রে অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য একাধিক তৃণমূল নেতাকে বিচার ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় আর এবার প্রাথমিক টেট দুর্নীতির মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।

সম্প্রতি প্রাথমিক টেট মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তদন্তের ভার দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এদিন তাঁর এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল রাজ্য। আগামী সপ্তাহে আদালতে এই মামলাটি উঠতে পারে বলে খবর।

উল্লেখ্য 2014 সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ প্রথম সামনে আসে। এরপর এই মামলার শুনানি চলাকালীন সিবিআইকে তদন্তের ভার দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বর্তমানে রাজ্যের দাবি, তাদের পক্ষ থেকে পর্ষদের রিপোর্ট জমা করা হয় আদালতে। তবে পর্ষদ কিংবা তদন্তকারী সংস্থার কোনরকম রিপোর্ট না খতিয়ে দেখেই নিজেদের ইচ্ছেমতো রায় দেয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আর বর্তমানে এই রায়কে চ্যালেঞ্জ করেই উচ্চতর বেঞ্চ-এ গেল তারা।

সম্প্রতি টেট দুর্নীতিতে অভিযোগ ওঠে যে, মোট 269 জন প্রার্থীকে এক নম্বর করে বাড়তি দেওয়া হয়, যা বেআইনি। তবে সম্প্রতি রাজ্য পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, “269 সংখ্যাটি ভুল। এক্ষেত্রে মোট 273 জনকে এক নম্বর করে অতিরিক্ত দেওয়া হয়। এক্ষেত্রে টেট-এর প্রশ্নে ভুল থাকার কারণে মোট 2787 টি আবেদন জমা পড়ে এবং তাদের মধ্যে থেকে মোট 273 জন এর নম্বর বাড়ানো হয়।”

ssc 1

বর্তমানে এই রিপোর্টটিকে তুলে ধরে রাজ্যের আইনজীবীর দাবি, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারা রিপোর্ট খতিয়ে না দেখেই সিবিআইকে তদন্তের ভার দেওয়া হয় এটি অনুচিত। তবে আগামী সপ্তাহে রাজ্যের করা এই মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বারা কি রায় দেওয়া হয়, সেটাই দেখার।


Sayan Das

সম্পর্কিত খবর