বাংলা হান্ট ডেস্ক : ভক্তরা তাকে ‘বিশ্বগুরু’ বলে ডেকে থাকেন। জনপ্রিয়তার নিরিখেও বিশ্বে এক নম্বর স্থানটি ছিনিয়ে নিয়েছেন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সমীক্ষা বলছে আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) তিনিই আবার মসনদে বসতে চলেছেন। এহেন জনপ্রিয় মোদীর ব্যাঙ্কে কত টাকা (Bank Balance) রয়েছে? জানতে চান ঠিক কত সম্পত্তির (Net Worth) অধিকারী তিনি?
এখন আমরা যদি বলি যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ৫৭৪ টাকা আছে তাহলে কি অবিশ্বাস করবেন? পাঠকদের মধ্যে বেশিরভাগই বলবেন যে, এটা নিছক মজা ছাড়া আর কিছু হতে পারেনা। তবে এটা কোনও রসিকতা নয়, এটাই বাস্তব। ৩১ শে মার্চ, ২০২৩ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত সম্পত্তি অনুযায়ী, তিনি কোনও শেয়ার বা কোনও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেননি, এমনকি তার নামে কোনও গাড়িও নেই।
আর এই সমস্ত তথ্য দেওয়া রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পত্তির কথাও উল্লেখ করা আছে। সেখান থেকে জানা যাচ্ছে, মোদীর কাছে মাত্র ৪ টি সোনার আংটি রয়েছে। এবং এই আংটিগুলির মোট দাম প্রায় ২,০১,৬৬০ টাকা। এছাড়া প্রধানমন্ত্রীর নামে আর কোনও সম্পত্তি নেই।
ব্যাঙ্কে আছে মাত্র ৫৭৪ টাকা : অন্যদিকে প্রধানমন্ত্রীর কাছে নগদ রয়েছে মাত্র ৩০,২৪০ টাকা। এবং ব্যাঙ্কে জমা রয়েছে ৫৭৪ টাকা। এছাড়াও প্রধানমন্ত্রীর নামে কিছু এফডি রয়েছে। যেখানে বেশ মোটা অঙ্কের টাকা জমা রয়েছে। এফডি রয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ৪৪ হাজার টাকা। ঐ একই পোস্ট অফিসে প্রধানমন্ত্রীর নামে একটি ন্যাশনাল স্কিম রয়েছে যার দাম প্রায় ৯ লক্ষ ১৯ হাজার টাকা। ব্যাঙ্কের কথা বললে, দেশের প্রধানমন্ত্রীর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটি অ্যাকাউন্ট রয়েছে।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশনের জন্য জারি নতুন বিজ্ঞপ্তি! পড়ুয়াদের দিতে হবে অতিরিক্ত টাকা
মোট সম্পদের পরিমাণ : প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে যে তথ্য দেওয়া রয়েছে তা ৩১ শে মার্চ, ২০২৩ পর্যন্ত। এই তারিখ পর্যন্ত নমোর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি ৫৮ লক্ষ ৯৬ হাজারের কাছাকাছি। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবছর নিয়ম করে PMO এই তথ্য আপডেট করে থাকে। গত বছরের তুলনায় এই বছর প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পদ।