চরম বিপাকে পৃথ্বী শ! সেলফি তুলতে রাজি না হওয়ায় হাতাহাতিতে জড়ালেন ভক্তদের সাথে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুম্বাইয়ের তারকা ওপেনের পৃথ্বী শ-এর (Prithvi Shaw)। ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটেই অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। কিন্তু তারপরও জাতীয় দলের সুযোগ মিলছে না। অনেক অপেক্ষার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছিলেন ঠিকই, কিন্তু তাকে মাঠে নামার সুযোগ দেওয়া হয়নি। দুদিন আগেই তিনি অভিযোগ করেছিলেন যে ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে দিন তার অ্যাকাউন্ট হ্যাক করে কেউ এমন কিছু পোস্ট করেছিলেন যা তিনি নিজে কখনোই করতে চাননি। এবার সেলফি তোলাকে কেন্দ্র করে ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়ালেন আগ্রাসী ভারতীয় ওপেনার।

মুম্বাইয়ের সারা স্টার রেস্তোরাঁয় নিজের বন্ধুদের সঙ্গে ডিনার সারতে গিয়েছিলেন পৃথ্বী। সেই সময়ে কিছু ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে চান। এই ভক্তদের মধ্যে উপস্থিত ছিলেন নিজেকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে দাবি করা ইনস্টাগ্রাম মডেল স্বপ্না গিল। প্রথম কয়েকবার সেলফি তোলায় আপত্তি করেননি, ভারতীয় তারকা। কিন্তু সেই ভক্তরা মত্ত অবস্থায় ছিলেন। তাই কয়েকবার সেলফি তোলার পর তারা যখন আরও সেলফি তুলতে চান তখন পৃথ্বী রাজি হননি।

সেই মদ্যপ অবস্থায় থাকা ভক্তদেরকে দূর করার জন্য তিনি হোটেলের বাউন্সারদের ডেকে পাঠান বলে জানা গিয়েছে। তারা সেই সাদা দুজনের গ্রুপটিকে রেস্তোরাঁ থেকে বার করে দেন। কিন্তু এরপর পৃথিবী নিজে যখন ওই জায়গা থেকে বেরিয়েছিলেন তখন পৃথ্বী দেখেন যে ওই গ্রূপের কয়েকজন তার জন্য অপেক্ষা করছেন। এর মধ্যে একজনের হাতে রয়েছে বেসবল ব্যাট।

এরপর তিনি গাড়িতে প্রবেশ করলে গাড়িটির কাঁচ ভেঙে দেওয়া হয় ওই বেসবল ব্যাটটি দিয়ে। গাড়ি থেকে বেরিয়ে এসে ওই মহিলার হাত থেকে সেই বেসবল ব্যাটটি ছিনিয়ে নেন পৃথ্বী। সেখানে আরো কিছুক্ষণ ঝামেলার পর তিনি ওই স্থান পরিত্যাগ করেন। তো আরো কিছু সঙ্গীকে ডেকে ওই মানুষজন পৃথ্বীকে ফের অনুসরণ করে এবং রাস্তায় তার গাড়িটি থামিয়ে ফেলে তাকে হেনস্থা করা হয়। ঝামেলা কাটিয়ে কোনওক্রমে বাড়িতে পৌঁছন পৃথ্বী।

এই ঘটনার পর পৃথিবীর বন্ধুকে পাল্টা হুমকি দেওয়া হতে থাকে টাকা দেওয়ার জন্য। সেই বন্ধু তখন থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের প্রেক্ষিতে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ওশিওয়ারা পুলিশ। কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সে বিষয়ে আপাতত কিছু জানায়নি মুম্বই পুলিশ। কিন্তু জানা গিয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা পাল্টা অভিযোগ করেছেন পৃথিবী এবং তার বন্ধুর বিরুদ্ধে, তাদেরকে হেনস্থা করার।

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর