বাংলা হান্ট নিউজ ডেস্ক: দিনের পর দিন সুযোগ পাচ্ছিলেন না ভারতীয় দলে (Team India)। ঘরোয়া ক্রিকেটের প্রত্যেকটি ফরম্যাটে অর্থাৎ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে, বিজয় হাজারে ট্রফিতে এবং বর্তমানে রঞ্জি ট্রফিতে একাধিক দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচক তিনি নিজের অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছিলেন পৃথ্বী শ (Prithwi Shaw)। তবুও বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফর, বাংলাদেশ সফর এবং ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজে সুযোগ হয়নি তার।
হতাশায় ভুগছিলেন মুম্বাইয়ের তারকা ওপেনার। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইঙ্গিত পূর্ণ পোস্ট করে নিজের হতাশা প্রকাশ করছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে মুম্বাই, এমনকি ইন্ডিয়া এ-র হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করে কোনও লাভ হয়নি তার। কিন্তু শেষপর্যন্ত রঞ্জি ট্রফিতে ৩৭৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন পৃথ্বী।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় যে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নির্বাচকরা, তাতে সুযোগ দেওয়া হয়েছে পৃথ্বীকে। মূলত তরুণ ক্রিকেটারদের দিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। সুযোগ পেয়ে যদি জাতীয় দলের হয়ে একই রকম পারফরমেন্স করে দেখাতে পারেন মুম্বাইয়ের ওপেনের তাহলে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখতে পাওয়াটা অসম্ভব হবে না।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার