বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মানুষের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলি ইচ্ছামত বিল তৈরি করতে পারবে না। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রকে বেসরকারি হাসপাতালের বিলের ব্যাপারে নির্দিষ্ট রেট তৈরি করার নির্দেশ দেওয়া হল। চিকিৎসার খরচ যাতে সাধ্যের মধ্যে থাকে সেই লক্ষ্যে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে।
বার অ্যান্ড বেঞ্চ সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দেশে যত বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম রয়েছে সেগুলির চিকিৎসার রেট যাতে সাধ্যের মধ্যে থাকে সেই ব্যাপারটি দেখতে। সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীদের সাথে পর্যালোচনার পরই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
আরোও পড়ুন : হাইকোর্টের পাল্টা, সন্দেশখালি কাণ্ডে CBI তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য! খোঁচা অমিত মালব্যর
বিচারপতি বিআর গভাই ও বিচারপতি সন্দীপ মেহেতা জানান, সাধারণ মানুষ যাতে সাধ্যের মধ্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পান সেটি কেন্দ্রীয় সরকারকে অবশ্যই দেখতে হবে। ক্লিনিকাল এসটাব্লিশমেন্ট অ্যাক্ট অনুসারে চিকিৎসা বিল বেঁধে দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে আবেদন এসেছিল। আবেদন করা হয়েছিল এই বিষয়ে যাতে সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করে।
সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় ক্লিনিকাল এসটাব্লিশমেন্ট ( সেন্ট্রাল গভর্নমেন্ট) রুলস ২০১২ অনুসারে হাসপাতালের ফি নির্ধারণ করার জন্য। এই রুলসের ৯ নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে আলোচনা করে নির্ধারণ করবে মেডিকেল ফি।