মধ‍্যরাতে সারপ্রাইজ! মা হওয়ার সুখবর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক:  মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra)। তাঁর ও নিক জোনাসের (nick jonas) সংসার আলো করে এল প্রথম সন্তান। সারোগেসির মাধ‍্যমে সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়াঙ্কা। শুক্রবার মধ‍্যরাতে সোশ‍্যাল মিডিয়ায় এই সুখবর জানান তিনি।
অভিনেত্রী লিখেছেন, ‘আমরা খুব আনন্দ সহকারে জানাচ্ছি যে আমরা সারোগেসির মাধ‍্যমে সন্তান নিয়েছি। এই বিশেষ সময়ে আমরা সম্মানের সঙ্গে গোপনীয়তা প্রার্থনা করছি, কারণ আমরা পরিবারকে সময় দিতে চাই। অনেক ধন‍্যবাদ।’

উল্লেখ‍্য, মাস কয়েক আগেই নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছিল। হঠাৎ করেই নিজের সবকটি সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে নিজের নাম থেকে স্বামীর পদবী ছেঁটে ফেলেছিলেন অভিনেত্রী। ‘জোনাস’ সরিয়ে এখন তিনি শুধুই প্রিয়াঙ্কা চোপড়া। এরপরেই নিক জোনাসেরনাসের  সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে উঠেছে। রাতারাতি টুইটারে ট্রেন্ডিং তালিকায় চলে আসেন অভিনেত্রী।


যদিও প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এবং বলিউডে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন বিচ্ছেদের খবর নেহাতই গুজব। দম্পতিও দিব‍্যি হাসিমুখেই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে হঠাৎ কেন জোনাস পদবী সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিলেন তা জানা যায়নি। বিষয়টা নিয়ে আর মুখ না খুললেও এভাবেই নিন্দুকদের জবাব দিলেন পিগি চপস।

https://www.instagram.com/p/CZAJvizvjf4/?utm_medium=copy_link

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তাঁর ও নিকের ভবিষ‍্যতের একটা বড় অংশ সন্তান ধারন। তিনি মা হতে চান। নিক ও তিনি জীবনে বদল আনতে চান, তা সেটা ভবিষ‍্যতে যখনি হোক না কেন। প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ও নিক দুজনেরই খুব ব‍্যস্ত জীবন। সঙ্গে সঙ্গে খুব সপ্রতিভ ভাবে অভিনেত্রী উত্তর দেন, এতটাও ব‍্যস্ত তাঁরা নন যে ‘প্র‍্যাকটিস’ও করতে পারবেন না। সন্তান নিলে জীবনের গতি আরেকটু ধীর করার কথাও তাঁরা ভাবছেন বলে জানান প্রিয়াঙ্কা।

X