মা লক্ষ্মীর সঙ্গে ছোট্ট গোপালও এল বাড়িতে, মেয়েকে ঘরে আনার পর প্রথম ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য সদ‍্য মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। যতই সারোগেসির সাহায‍্য নিন না কেন, সদ‍্যোজাতকে মায়ের ভালবাসা দেওয়ার জন‍্য নিজের মনকে প্রস্তুত করছেন অভিনেত্রী। বহুদিন ধরেই পরিবার পরিকল্পনা করেছেন নিক প্রিয়াঙ্কা। তলে তলে সারোগেসির ব‍্যবস্থাপনাও চলছিল। অবশেষে গত মাসে মা হওয়ার সুখবর দেন প্রিয়াঙ্কা।

সময়ের আগেই জন্ম নেওয়ায় সঙ্গে সঙ্গে সন্তানকে ঘরে আনতে পারেননি নিক প্রিয়াঙ্কা। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল সদ‍্যোজাত। শোনা যাচ্ছে, অবশেষে মেয়েকে নিজেদের বাড়িতে আনতে পেরেছেন নিক প্রিয়াঙ্কা। সম্প্রতি শেয়ার করা কিছু ছবিতে ছোট্ট রাজকন‍্যার ঘরের একটু ঝলকও দেখিয়েছেন অভিনেত্রী।


শেয়ার করা একগুচ্ছ ছবির একটিতে কয়েকটি টেডি বিয়ার দেখা গিয়েছে। পাশেই রাখা একটি ছোট্ট সোনালি গোপালের মূর্তি। এটাই নিক প্রিয়াঙ্কার সদ‍্যোজাতের ঘর বলে মনে করছেন নেটিজেনরা। নিজের একটি সেলফিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। রয়েছে স্বামী নিক ও পোষ‍্য সারমেয়দের ছবিও।

https://www.instagram.com/p/CaV5oUzpxwo/?utm_medium=copy_link

গত ২২ জানুয়ারি মধ‍্যরাতে সোশ‍্যাল মিডিয়ায় মা হওয়ার খবর জানান প্রিয়াঙ্কা। বেশ কয়েক মাস ধরেই লস এঞ্জেলসের বিলাসবহুল বাংলোটি শিশুর জন‍্য উপযোগী করে তুলতে ব‍্যস্ত ছিলেন নিকিয়াঙ্কা জুটি। নতুন ভাবে বাড়িটিকে সাজিয়ে তুলেছেন তাঁরা।


সূত্রের খবর, যখন বাড়িটি কিনেছিলেন তখন ভবিষ‍্যতের কথা চিন্তা ভাবনা করেই কিনেছিলেন নিক প্রিয়াঙ্কা। যাতে বাড়িতে বাগান, সবুজের সমারোহ যাতে বেশি থাকে সে সব দিক দেখেই বাড়িটি কিনেছিলেন তাঁরা।

আগামীতে ‘জি লে জারা’ ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। কিন্তু গুঞ্জন উঠেছিল যে সদ‍্য সদ‍্য মা হয়ে প্রিয়াঙ্কা সম্ভবত অভিনয় থেকে বিরতি নেবেন। ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জারা’ থেকে নাম সরিয়ে নেবেন তিনি। কিন্তু বাস্তবে জানা গেল অন‍্য কিছু। ছবি ছাড়ছেন না অভিনেত্রী। সন্তান সামলেই অভিনয় করবেন তিনি।

প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ‍্যমকে জানান, তাঁর ছবি ছেড়ে যাওয়ার খবর ভিত্তিহীন গুজব বই কিছু না। গত বছর ‘জি লে জারা’র ঘোষনা করেছিলেন প্রিয়াঙ্কা। সম্ভবত চলতি বছরেই শুরু হতে পারে ছবির শুটিং। প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে দেখা যাবে আলিয়া ভাট ও ক‍্যাটরিনা কাইফকে।

সম্পর্কিত খবর

X