ভারতীয় নাকি খ্রিস্টান, কী নাম রাখা হল নিক-প্রিয়াঙ্কার সন্তানের? জানালেন দিদা মধু চোপড়া

বাংলাহান্ট ডেস্ক: মা হওয়ার পর থেকেই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। নবজাতককে নিয়ে নতুন আপডেটের জন্য মুখিয়ে রয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। গত মাসেই মা হওয়ার সুখবর জানান তিনি। এখনো পর্যন্ত সদ্যোজাত সন্তানকে নিয়ে আর কোনো পোস্ট শেয়ার করেননি প্রিয়াঙ্কা। তবে তাঁর মা মধু চোপড়া (Madhu Chopra) মুখ খুলেছেন নাতনির ব্যাপারে।

সম্প্রতি নিজের কসমেটিক ক্লিনিকের ১৪ তম বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। দিদা হয়ে কেমন অনুভূতি? উত্তরে তিনি জানান, প্রথম নাতনিকে পেয়ে খুব খুশি তিনি। সবসময় তাঁর মুখে হাসি লেগেই রয়েছে। তাঁর কাছে প্রিয়াঙ্কা নিকের সন্তানের নাম সম্পর্কেও জানতে চাওয়া হয়েছিল। উত্তরে মধু বলেন, “নাম এখনো রাখা হয়নি। যখন পণ্ডিতজি নাম দেবেন তখন ঠিক হবে।”

worried about priyanka s career in the beginning madhu chopra 2019 02 18

সম্প্রতি শেয়ার করা কিছু ছবিতে ছোট্ট রাজকন‍্যার ঘরের একটু ঝলকও দেখিয়েছেন অভিনেত্রী। শেয়ার করা একগুচ্ছ ছবির একটিতে কয়েকটি টেডি বিয়ার দেখা গিয়েছে। পাশেই রাখা একটি ছোট্ট সোনালি গোপালের মূর্তি। এটাই নিক প্রিয়াঙ্কার সদ‍্যোজাতের ঘর বলে মনে করছেন নেটিজেনরা। নিজের একটি সেলফিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। রয়েছে স্বামী নিক ও পোষ‍্য সারমেয়দের ছবিও।

গত ২২ জানুয়ারি মধ‍্যরাতে সোশ‍্যাল মিডিয়ায় মা হওয়ার খবর জানান প্রিয়াঙ্কা। বেশ কয়েক মাস ধরেই লস এঞ্জেলসের বিলাসবহুল বাংলোটি শিশুর জন‍্য উপযোগী করে তুলতে ব‍্যস্ত ছিলেন নিকিয়াঙ্কা জুটি। নতুন ভাবে বাড়িটিকে সাজিয়ে তুলেছেন তাঁরা।

সূত্রের খবর, যখন বাড়িটি কিনেছিলেন তখন ভবিষ‍্যতের কথা চিন্তা ভাবনা করেই কিনেছিলেন নিক প্রিয়াঙ্কা। যাতে বাড়িতে বাগান, সবুজের সমারোহ যাতে বেশি থাকে সে সব দিক দেখেই বাড়িটি কিনেছিলেন তাঁরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর