বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন সিরিয়াল (Serial) ‘রাজ রাজেশ্বরী রানী ভবানী’। ধারাবাহিকটির প্রথম ঝলকেই দর্শকদের আগ্রহ বেড়ে গিয়েছে। এই সিরিয়ালের হাত ধরেই প্রথম বার ছোটপর্দায় পা রাখছেন রাজনন্দিনী পাল। আর এবার জানা গেল, অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রও কামব্যাক করছেন এই ধারাবাহিকের (Serial) মাধ্যমে।
সিরিয়ালে (Serial) ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা মিত্র
ইতিহাসনির্ভর এই সিরিয়ালে থাকছেন একগুচ্ছ পরিচিত তারকা। ইতিমধ্যেই অনেকের নাম সামনে এসেছে। আর এবার জানা গেল, পরমেশ্বরী চরিত্রে নতুন সিরিয়ালে (Serial) যোগ দিতে চলেছেন প্রিয়াঙ্কা মিত্র। ইতিমধ্যে সাবেকি সাজে তাঁর লুক প্রকাশ্যে এসেছে। তবে তাঁর চরিত্রটি ইতিবাচক হবে নাকি নেতিবাচক তা এখনো স্পষ্ট নয়।
কখন কোন স্লটে আসবে: স্টার জলসা চ্যানেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, আগামী ৭ ই জুলাই থেকেই শুরু হয়ে যাবে এই নতুন সিরিয়াল (Serial)। রাত সাড়ে আটটার স্লটে সম্প্রচারিত হবে রাজরাজেশ্বরী রানি ভবানী। বিপরীতে রয়েছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’। দুই সিরিয়ালের মধ্যে টিআরপির লড়াই যে ভালোই জমবে সেমনটাই মনে করছেন দর্শকরা।
আরো পড়ুন : নবান্ন অভিযানে থাকার ইচ্ছা প্রকাশ শুভেন্দুর কাছে, ১৪ অগাস্ট ফের ‘রাত দখল’এর ডাক অভয়ার মায়ের
কী উঠে আসবে সিরিয়ালে: যেমনটা জানা যাচ্ছে, ইতিহাসনির্ভর কাহিনি উঠে আসতে চলেছে রাজরাজেশ্বরী রানি ভবানী সিরিয়ালটিতে (Serial)। রানি ভবানীর নাটোরের রানি হওয়ার কাহিনি তুলে ধরা হবে এই ধারাবাহিকে। ইংরেজদের হাত থেকে বাংলাকে কীভাবে রক্ষা করেছিলেন রানি ভবানী, তারাপীঠ মন্দিরের নানান অজানা কাহিনিও এই সিরিয়ালে (Serial) উঠে আসবে বলে খবর।
আরো পড়ুন : চোখ-মুখ রক্তাক্ত, কাঁধে পেরেক গাঁথা মুগুর, গালওয়ান সংঘাত এবার বড়পর্দায় আনছেন সলমন!
প্রসঙ্গত, এই সিরিয়ালের হাত ধরেই প্রথম বার ছোটপর্দায় পা রাখতে চলেছেন রাজনন্দিনী পাল। মা ইন্দ্রাণী দত্ত টেলিভিশনের পরিচিত মুখ হলেও রাজনন্দিনীকে এতদিন সিনেমা, ওয়েব সিরিজেই বেশি দেখা গিয়েছে। এবার সিরিয়ালে দর্শকদের মন কতটা জয় করতে পারেন তিনি সেটাই দেখার।