স্বচ্ছ সাদা শাড়িতে মোহময়ী প্রিয়াঙ্কা, উষ্ণতা বাড়াচ্ছে নতুন একগুচ্ছ ছবি

বাংলাহান্ট ডেস্ক: বাংলা ছবির জগতে প্রিয়াঙ্কা সরকার (priyanka sarkar) প্রবেশ করেছেন বেশ কিছুদিন হয়ে গেল। যখন ঢুকেছিলেন তখন খুবই কম বয়স ছিল। তারপর ধীরে ধীরে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বেড়েছে অভিনয় দক্ষতাও। এখন তিনি রীতিমতো পরিণত একজন অভিনেত্রী।
টলিউডে যথেষ্ট পরিচিত মুখ প্রিয়াঙ্কা। তিনি নাকি ছবিও করেন খুব বেছেবুছে। জীবনে বেশ কিছু ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। বিচ্ছেদ হয়েছে বিবাহজীবনে। প্রিয় বন্ধুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে উঠেছে অভিযোগও। তবে সেসব কোনও কিছুকেই পাত্তা দেননি অভিনেত্রী।

priyanka3
লকডাউনে প্রথম থেকেই গৃহবন্দি হয়ে রয়েছেন প্রিয়াঙ্কা। বন্ধ রয়েছে শুটিং, নতুন ফটোশুট বন্ধ ছিল এতদিন। তাই অনুরাগীদের কথা ভেবে পুরনো ছবিই নতুন করে শেয়ার করছিলেন তিনি। তবে এবার ভক্তদের জন‍্য নতুন ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

https://www.instagram.com/p/CC_QFY6DIzE/?igshid=8vsw6tog12ak

https://www.instagram.com/p/CC1H1zwjKIJ/?igshid=1q053h1a2q8jr

মডার্ন পাশ্চাত‍্য পোশাক ছেড়ে শাড়িতে ধরা দিয়েছেন অভিনেত্রী। স্বচ্ছ সাদা শাড়ির সঙ্গে কালো টিউব টপে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। ভিন্ন পোজে বেশ কয়েকটি ফটোশুট করেছেন প্রিয়াঙ্কা। ছবি গুলিতে লাইকের সংখ‍্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে।

https://www.instagram.com/p/CDDoVuPD-YH/?igshid=1fkknklkke1nw

https://www.instagram.com/p/CDMPRXyj1bO/?igshid=eh6sh209r20h

https://www.instagram.com/p/CDRaxVUD9S_/?igshid=1c7x14hgpds7u

সম্প্রতি কেরলে ঘুরতে যাওয়ার পুরনো ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। একসঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে হালকা সবুজ টিশার্টের সঙ্গে জিনস পরে দেখা গিয়েছে তাঁকে। ছবিগুলিতে বিভিন্ন মুডে ধরা দিয়েছেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রিয়াঙ্কার এই ছবিগুলি।

https://www.instagram.com/p/CCOgCLZDUF0/?igshid=ach6hog5ars6

https://www.instagram.com/p/CB8e3WtDzeH/?igshid=reujffamugfp

https://www.instagram.com/p/CBX9dy4DaeE/?igshid=1l3l8cawau2z

লকডাউনে প্রায়ই পুরনো ফটোশুটের ছবি, সেলফি, ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। অনুরাগীদের মনোরঞ্জনের কোনও কমতিই রাখেননি তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর