বাংলাহান্ট ডেস্কঃ ভোটের দিন সকাল সকাল ভবানীপুরের বিভিন্ন বুথে বুথে ঘুরে দেখলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। মানুষকে বললেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নিজের ভোট নিজেই দিন, এটুকুই চাওয়া। তবে ভোটের দিন সকালে দাঁড়িয়েই এক বিস্ফোরক মন্তব্য করলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
বৃহস্পতিবার সকালে যেসময়ে অধিকাংশ বুথের দরজাই খোলা হয়নি, নিরাপত্তা রক্ষীরাও পুরোপুরি তৈরি হয়নি, সেই সময় থেকেই রাস্তায় নেমে ভোটারদের পাশে থাকার আশ্বাস দিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সেইসঙ্গে আক্রমণ করলেন শাসক দলকেও।
প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘এই কেন্দ্রে অনেকেই শাসকদলের ভয়ে ভোট দিতে আসতে পারে না। ৭০ নম্বর ওয়ার্ডে প্রায়ই দেখা যায়, তৃণমূলের পক্ষ থেকে আবাসনের নিচে গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। শাসকলদের দাদাগিরির ভয়ে ভোটাররা ভয়ে নিচে নামতে পারেন না’।
প্রিয়াঙ্কা টিবরেওয়াল আরও বলেন, ‘এবারে মানুষকে বার বার অনুরোধ করে বলেছি, নীচে নেমে ভোট দিন। ভয়ের কোন কারণ নেই আপনাদের। সকলকে ফোন নম্বর দিয়ে বলেছি, কোনরকম সমস্যা হলে ফোন করতে। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। তবে মানুষ চাইলে, নন্দীগ্রামের দৃশ্য ভবানীপুরেও দেখতে পারবেন’।
এইভাবে সকাল সাড়ে ৭ টায় একটি কেন্দ্রে গিয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন, ‘এখানে এরা ভোট দিতে দিচ্ছে না, মেশিন জ্যাম করে রেখেছে। বলছে মেশিন খারাপ আছে। কিন্তু ৬ টা থেকে তো মেশিন চেক করে নেওয়ার উচিৎ ছিল। কিন্তু এখন সাড়ে ৭ টা বেজে গেলেও, তা চেক করার সময় হয়নি’।