বাংলাহান্ট ডেস্কঃ ভারতে আইফোন (iphone) প্রস্তুতকারক সংস্থার ‘Wistron Corporation’ কোম্পানিতে শনিবার বড় সমস্যার সৃষ্টি হয়। সমস্যার জেরে ৪৩৭.৪ কোটি টাকা লোকসানও হয়ে যায় কর্ণাটকের (karnataka) কলারের ওই কোম্পানিটির। এই ঘটনায় বামপন্থী মনোভাব এবং চীনের হস্তক্ষেপও অস্বীকার করা যায় না।
ঘটনার দিন সকাল সাড়ে ৬ টার সময় শিফট চেঞ্জ হওয়ার সময় আচমকাই হৈচৈ শুরু হয়ে যায়। পাথর ছোঁড়াছুঁড়ি, কারখানায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, একটি গাড়ি পুড়িয়ে দেওয়া এমনকি প্রায় দেড় কোটি টাকার আইফোন চুরি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। অফিসের সরঞ্জামেরও ব্যাপক ক্ষতি হয়।
অভিযোগ উঠেছে, তাইওয়ানের এই সংস্থা গত বছরই এখানে ৬৮০ কোটি টাকা বিনিয়োগ করে এই কারখানা গড়ে তুললেও, কর্মীদের ঠিকমত বেতন দিচ্ছিল না। কর্মীদের বেতন কমিয়ে দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন উপ-মুখ্যমন্ত্রী সিএন অশ্বত নারায়ণ। আবার কর্ণাটক সরকার কোম্পানীকে সাহায্য করার আশ্বাসও দিয়েছে।
এই ঘটনায় কোম্পানি ৭০০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এর মধ্যে ৫০০০ জন এই কোম্পানিতেই কাজ করেন এবং ২০০০ জন যারা বাইরে থেকে এসেছিলেন। ২০২১ সালের মধ্যে ২৫০০০ ভারতীয়কে চাকরি দেওয়ারও কথা ছিল। তবে এখন সবকিছুতেই ভাঁটা পড়ে গেল। তবে বর্তমানে ১২০০০ জন কর্মচারীর মধ্যে ২০০০ জন স্থায়ী রয়েছে এবং তাদের নিরাপদ পরিবেশ ও যথাযথ সম্মান দেওয়ার বিষয়ে আলোচনা করছে অ্যাপেল কর্তৃপক্ষ।
এই ঘটনায় একটা বামপন্থী অ্যাঙ্গেলও সামনে এসেছে। আইআইটিইউসি জেনারেল সেক্রেটারি এমডি হরিগোভিন্ড জানিয়েছেন, ‘Wistron Corporation’ শ্রমিকদের শোষণ করছিল এবং শ্রমিকদের জন্য খুবই খারাপ পরিবেশ তৈরি করেছিল, বলেই এই ঘটনা ঘটেছে। বিজেপির উপর অভিযোগ করে বলেছেন, বিজেপি সরকারের প্রশ্রয়েই এই কোম্পানির এই বাড়বাড়ন্ত।
This is a potential risk when manufacturers consider moving their production lines out of #China where they have most stable labor market supporting the nation to become the largest manufacturing hub. Does Terry Gou from #Foxconn, regret about moving those #iPhone lines to #India https://t.co/I4xOCmXh32
— Qingqing_Chen (@qingqingparis) December 13, 2020
তবে এই বিষয়ে চীন খুব করে হস্তক্ষেপ করতে চাইছে। চীন সরকারের মুখপত্র ‘গ্লোবাল টাইমস’-এর চিফ রিপোর্টার কিংকিং চেন এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘চীনে বাজারকে সমর্থন করার একটা স্থিতিশীল ব্যবস্থা রয়েছে, তাই সেখান থেকে তদের কোম্পানি সরিয়ে নেওয়ায় অনেক ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে। আমি ‘Foxconn’ কে জিজ্ঞাসা করেছিলাম, আইফোন কোম্পানি ভারতে নিয়ে গিয়ে কি তোমরা আফসোস করছ?’