বাংলা ছবির জগতে মাইলফলক, তিন সপ্তাহে রেকর্ড ব‍্যবসা মিঠুন-দেবের ‘প্রজাপতি’র

বাংলাহান্ট ডেস্ক: দর্শক কমছে বাংলা ছবির (Bengali Film)। বাঙালি নিজের ভাষার ছবি ছেড়ে হিন্দি, দক্ষিণী ভাষার ছবিতে মজেছে। এমন অভিযোগ উঠছিল অনেক দিন ধরেই। ইন্ডাস্ট্রির হাল ফেরাতে অভিনেতা অভিনেত্রীরা আর্জি জানাচ্ছিলেন বাংলা ছবির পাশে দাঁড়াতে। কিন্তু ‘প্রজাপতি’ (Projapoti) বক্স অফিস সংগ্রহ দেখলে একথা বোঝা কষ্টক‍র যে বাংলা ছবির দর্শক হয় না।

দেব এবং মিঠুন চক্রবর্তীর ছবি ‘প্রজাপতি’। শুটিংয়ের প্রথম দিন থেকেই চর্চায় ছিল ছবিটি। দীর্ঘদিন পরে মিঠুন বাংলা ছবিতে ফিরছেন বলে কথা। এছাড়াও মিঠুন দেবের প্রথম একসঙ্গে কাজ। সব মিলিয়ে প্রজাপতির জন‍্য অপেক্ষা করে বসেছিলেন দর্শকরা। ছবি মুক্তির পর বাড়াবাড়ি রকমের বিতর্ক হলেও দর্শকরা মুখ ফেরাননি।

projapoti
প্রথম সপ্তাহ থেকেই প্রজাপতির ব‍্যবসার অঙ্ক চমকপ্রদ ছিল। বছরের প্রথম দিনে রেকর্ড ব‍্যবসা করেছিল এই ছবি। গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রজাপতি। তারপ‍র থেকে তিন সপ্তাহ অতিক্রান্ত। এখনো চুটিয়ে ব‍্যবসা করছে প্রজাপতি।

অজন্তা সিনেমা হলের মালিকের কথায়, প্রথম সপ্তাহে ২.১৭ কোটি টাকা তুলেছিল প্রজাপতি। দ্বিতীয় সপ্তাহে সেটা বেড়ে দাঁড়িয়েছিল ২.৮৫ কোটি টাকায়। দু সপ্তাহে মোট আয় ছিল ৫ কোটিরও বেশি। প্রথম সপ্তাহে ১৮৯ টি শো নিয়ে মুক্তি পেয়েছিল প্রজাপতি। দ্বিতীয় সপ্তাহে এক লাফে শো বেড়েছিল আরো ১০০ টি।

তৃতীয় সপ্তাহে ব‍্যবসার পরিমাণ কিছুটা কমেছে প্রজাপতির। ১.৯৯ লক্ষ টাকা তুলে তিন সপ্তাহে প্রায় ৭.০১ কোটি টাকার ব‍্যবসা করেছে এই ছবি। সাম্প্রতিক কালে কোনো বাংলা ছবির ক্ষেত্রে এই পরিমাণ ব‍্যবসা দেখা যায়নি বলাই যায়। সেদিক দিয়ে রেকর্ড গড়েছে প্রজাপতি।

প্রযোজক হিসাবে দেবের কাছ থেকে এখন নিত‍্য নতুন ভাল ছবির আশা রাখছেন দর্শকরা। আর তাদের আশা পূরণও করছেন তিনি। প্রজাপতিও ব‍্যতিক্রম নয়। উপরন্তু এই ছবির অন‍্যতম আকর্ষণ ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। প্রজাপতির জন‍্য সদ‍্য অনুষ্ঠিত ডব্লিউএফজেএ ২০২৩ অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পপুলার বিভাগে সম্মানিতও হয়েছেন মিঠুন।


Niranjana Nag

সম্পর্কিত খবর