বাংলাহান্ট ডেস্ক : টলিউডের পাশাপাশি এখন মুম্বইতেও কাজ শুরু করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েব সিরিজ, ছবিতে কাজ করে হিন্দি বলয়ে নিজের ছাপ ফেলেছেন। আগামীতে মুক্তি পেতে চলেছে তাঁর আরেকটি হিন্দি ছবি ‘মালিক’। সম্প্রতি সেই ছবিরই সাংবাদিক সম্মেলনে ঘটে যায় এক কাণ্ড! একজন বাঙালি সাংবাদিক তাঁকে বাংলায় প্রশ্ন করায় প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) পালটা শুধোন, ‘এখানে বাংলায় বলার কী দরকার?’ ব্যস, হু হু করে ভাইরাল সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের শিকার ‘বুম্বাদা’। কয়েকদিন ধরে লাগাতার সমালোচিত হতে হতে এবার মুখ খুললেন তিনি।
বাংলা বিতর্কে মুখ খুললেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)
সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় বার্তা দিয়েছেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। তিনি লিখেছেন, ‘কিছুদিন হল আমার একটা কথা, বলা ভালো একটা সেনটেন্স সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়েই কিছু বলতে চাই। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসেছে। সেরকমই একটি হিন্দি সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে ১ লা জুলাই, বম্বের জুহু পিভিআরে সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যাঁরা ছিলেন ছবির পরিচালক, শিল্পী, অন্যান্যরা প্রথম থেকেই মূলত ইংরেজিতেই কথা বলছিলেন।’
কী লিখলেন অভিনেতা: তিনি আরো লিখেছেন, ‘বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাই অনেকট বেশি, তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওনাকে বলি যে বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন?’
আরো পড়ুন: ‘চাপ’ পড়ছে কোষাগারে, সরকারি অর্থ খরচে লাগাম টানতে একাধিক দফতরের ঊর্দ্ধসীমায় কাটছাঁট নবান্নের
কী বক্তব্য প্রসেনজিতের: প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) বলেন, তাঁর বক্তব্যের শুধুমাত্র একটি বাক্যই তুলে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। এমন প্রতিক্রিয়া যে হবে সেটা তিনি ভাবতেই পারেননি। অভিনেতার কথায়, তাঁর কথায় হয়তো অনেকে কষ্ট পেয়েছেন, তিনি নিজেও পাচ্ছেন। প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) বলেন, ‘নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। বাংলা আমার প্রাণের ভাষা, ভালোবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য’।
আরো পড়ুন : বাজার ছেয়ে গিয়েছে ‘নকল’ ইলিশে, আসল কিনা বুঝবেন কী করে? বাজার যাওয়ার আগে জেনে নিন টিপস
প্রসঙ্গত, প্রসেনজিতের ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে ওঠে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতাকে নিয়ে ট্রোল, মিম ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র। অনেকেই কটাক্ষ শানিয়েছিলেন ‘ইন্ডাস্ট্রি’কে। আবার কয়েকজন তাঁর পক্ষেও মুখ খুলেছিলেন। তবে এবার বাংলার মানুষের মনে আঘাত দেওয়ার জন্য দুঃখপ্রকাশ করলেন প্রসেনজিৎ।