বাংলাহান্ট ডেস্ক: নয়ের দশকে টলিউডের চারমূর্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty), তাপস পাল (Tapas Paul) এবং অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। শেষের দুজন অমৃতলোকে গমন করেছেন। প্রথম দুজন এখনো টলিউডে নিজেদের আধিপত্য ধরে রেখেছেন। একসময়ের বন্ধুত্ব এখন একটু ফিকে হয়েছে ঠিকই, কিন্তু ভুলে যাননি কেউই। তাই নিজের আসন্ন ছবি ‘আয় খুকু আয়’ এর প্রচারে স্বর্গীয় বন্ধু তাপস পালের বাড়ি ভুললেন না প্রসেনজিৎ।
চন্দননগরের ছেলে তাপস পাল। এক সময় তাঁর একটি মন্তব্যেই বিতর্ক দানা বেঁধেছিল চন্দনগরকে নিয়ে। কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার অনেক আগে যখন তিনি শুধুই অভিনয় করছেন, তখন তাঁর কাছের বন্ধুদের মধ্যে একজন ছিলেন প্রসেনজিৎ। বন্ধু এখন আর নেই। রয়ে গিয়েছে তাঁর বাড়ি। সেই বাড়ির সামনে দাঁড়িয়েই স্মৃতিতে ডুব দিলেন বুম্বাদা।
আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে ‘আয় খুকু আয়’। ছবির প্রচারে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন প্রসেনজিৎ। এমনি প্রচারে গিয়েছিলেন চন্দননগর। সেখানে তাপস পালের তালাবন্ধ পৈতৃক বাড়ির সামনে দাঁড়িয়ে স্মৃতিমেদুর হয়ে পড়েন অভিনেতা।
জি ২৪ ঘন্টার সঙ্গে সাক্ষাৎকারে জানান, তাপস পাল তাঁর খুব কাছের বন্ধু ছিলেন। কেরিয়ারের শুরুর দিকে আউটডোরের জন্য আলাদা গাড়ি পাওয়া যেত না। তখন একই গাড়িতে যেতেন দুজনে। চন্দননগরের বাড়ি থেকে তাপসকে তুলে নিলেন প্রসেনজিৎ। তারপর আবার নামিয়ে দিয়ে নিজে ফিরতেন। ওই বাড়িতে বসে খাওয়া দাওয়া করেছেন তিনি।
‘ইন্ডাস্ট্রি’ জানালেন, তাঁর মা তাপস পালকে ‘বড়ছেলে’ বলতেন। আউটডোরে গেলে বিরতি না পেলে তাপসের খাবার আলাদা করে সরিয়ে রাখতেন প্রসেনজিতের মা। বুম্বাদার অপকট স্বীকারোক্তি, তাঁদের ছোটবেলায় তাপস পাল ছিলেন তাঁদের মধ্যে সবথেকে ভাল অভিনেতা। নিজের সময়ের থেকে এগিয়ে থাকতেন তিনি।
একসঙ্গে অনেক কাজ করেছেন দুজনে। তাপস পালের শেষের দিকের একটি ছবি দেখে ফোন করে ভাললাগার কথা জানিয়েছিলেন প্রসেনজিৎ। এখনো তাঁর যেকোনো সাক্ষাৎকারেই তাপস পালের কথা ওঠে। দু বছর আগে ছেড়ে চলে গিয়েছেন বন্ধু। আয় খুকু আয় ছবিতে নিজের চরিত্রটি তাঁকেই উৎসর্গ করেছেন প্রসেনজিৎ।