জম্মু কাশ্মীরে পিডিপি নেতার বাড়িতে হামলা জঙ্গিদের, আহত হলেন নেতার নিরাপত্তারক্ষী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে জঙ্গিরা পিডিপি (Jammu and Kashmir Peoples Democratic Party) নেতার বাড়িতে হামলা করে। এই হামলায় ওনার PSO আহত হন। হামলার পর জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায়। গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে সেনা। মধ্য কাশ্মীরের শ্রীনগর জেলার নাটিপোরা এলাকায় সোমবার সকালে জঙ্গিরা পিডিপি নেতা হাজি পারভেজ আহমেদের বাড়িতে হামলা করে। এই হামলায় ওনার ব্যাক্তিগত নিরাপত্তারক্ষী কনস্টেবল মঞ্জুর আহমেদ আহত হন। আহত কনস্টেবলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জঙ্গিদের ধরার জন্য গোটা এলাকায় নাকাবন্দি করে তল্লাশি চলছে।

 

X