প্রকাশিত হল বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবগুলির তালিকা, বার্সাকে পিছনে ফেলে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ার সত্বেও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের তালিকায় সবার উপরে সদ্য লা লিগা জয়ী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল মেসিদের বার্সেলোনা। তবে অনেকটা দর কমে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ইপিএলের ক্লাব গুলির মধ্যে তারাই সবথেকে দামি ক্লাব হলেও ইপিএল জিতে এই মুহূর্তে তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে লিভারপুল।

বুধবারই প্রকাশিত হয়েছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবগুলি কে কোথায় রয়েছে তার তালিকা। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ফুটবল বন্ধ থাকায় প্রথম 50 টি ক্লাব প্রত্যেকেই আর্থিক দিক থেকে কিছুটা ক্ষতির মুখে পড়েছে। গত ছয় বছরে এই প্রথম এতটা নিম্নমুখী বিশ্বের বড় বড় ফুটবল ক্লাব গুলির বাজার দর।

2281884997a294673fb94c893dd42c93c0147915045613900036384b0fb5292981a8e1c08

এক নজরে দেখে নিন সবচেয়ে দামি 10 টি ফুটবল ক্লাব:
রিয়াল মাদ্রিদ 12,494 কোটি
বার্সেলোনা 12,428 কোটি
ম্যান ইউ 11,549 কোটি
লিভারপুল 11,093 কোটি
ম্যান সিটি 9,886 কোটি
বায়ান মিউনিখ 9,298 কোটি
পিএসজি 8,551 কোটি
চেলসি 8,345 কোটি
টটেনহাম 6,897 কোটি
আর্সেনাল 6,350 কোটি
সব অংক ভারতীয় টাকায়।


Udayan Biswas

সম্পর্কিত খবর