মার্চে মাধ্যমিক, এপ্রিলে উচ্চ মাধ্যমিক, ঘোষণা হল পরীক্ষার নির্ঘণ্ট

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে দীর্ঘ সময়ে ধরে বন্ধ থাকার পর স্কুল কলেজ খোলার ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ১৬ ই নভেম্বর থেকে খোলা হবে স্কুল কলেজ। তবে এবার মাধ্যমিক (madhyamik) ও উচ্চমাধ্যমিক (higher secondary) পরীক্ষার দিনক্ষণ সূচী ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ ই মার্চ থেকে এবং উচ্চমাধ্যমিক শুরু হবে ২ রা এপ্রিল। প্রতিবছর দেখা যায় এই দুই পরীক্ষার সিট সাধারণত অন্যান্য স্কুলেই পরে। অর্থাৎ এক স্কুলের ছাত্রছাত্রীদের অন্য স্কুলে গিয়েই এই পরীক্ষা দিতে দেখা যায়। তবে করোনা আবহে মাধ্যমিকের সিট অন্য স্কুলে পড়লেও, উচ্চমাধ্যমিক নিজের স্কুলেই দিতে পারবেন পরীক্ষার্থীরা।

মধ্যশিক্ষা পর্ষদ অনুসারে, মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ ই মার্চ, প্রথম দিন বাংলা।

৮ ই মার্চ ইংরেজি পরীক্ষা।

৯ ই মার্চ ভূগোল।

১১ ই মার্চ ইতিহাস।

১২ ই মার্চ জীবনবিজ্ঞান।

১৪ ই মার্চ অঙ্ক।

১৫ ই মার্চ ভৌতবিজ্ঞান।

১৬ ই মার্চ অতিরিক্ত বিষয়।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষা ২ রা এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২০ শে এপ্রিল অবধি। পরীক্ষার সময় থাকছে সকাল ১০ টা থেকে ১ টা বেজে ১৫ মিনিট পর্যন্ত। ওইদিন থেকেই আবার শুরু হচ্ছে একাদশ শ্রেণীর পরীক্ষাও। এদের পরীক্ষা চলবে দুপুর ২ টো থেকে সোয়া ৫ টা পর্যন্ত। আবার প্র্যাকটিকাল পরীক্ষা রয়েছে ১৫ ই ফেব্রুয়ারি থেকে ৪ ঠা মার্চ পর্যন্ত। তবে সবটাই করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে।

X