সিদ্ধার্থের পর আরো এক অভিনেতা হৃদরোগের বলি, মাত্র ৪৬-এই চলে গেলেন সুপারস্টার পুনিত রাজকুমার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আরো এক তরুণ অভিনেতা চলে গেলেন অকালে। প্রয়াত হলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার (puneeth rajkumar)। ২৯ অক্টোবর, শুক্রবার বেঙ্গালুরুর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত‍্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, জিমে শরীরচর্চায় ব‍্যস্ত ছিলেন পুনিত। আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে তাঁর। বেলা সাড়ে এগারোটার সময়ে বেঙ্গালুরুর বিক্রম হাসসাতালে ভর্তি করা হয় তাঁকে। সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না অভিনেতাকে। মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত হলেন পুনিত।


সংবাদ মাধ‍্যম সংস্থা ANI কে বিক্রম হাসপাতালের চিকিৎসক রঙ্গনাথ নায়ক জানিয়েছিলেন, পুনিতকে যখন হাসপাতালে আনা হয় তখন তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। যথাসাধ‍্য চেষ্টা করেছেন তাঁরা। অভিনেতার মৃত‍্যুতে স্বাভাবিক ভাবেই শোকের পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আচমকা এমন খবর বিশ্বাস করে উঠতে পারছেন না অনেকেই।

পুনিতের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা ইতিমধ‍্যেই পৌঁছে গিয়েছেন হাসপাতালে। পৌঁছেছেন অভিনেতা যশ, দর্শনের মতো তারকারা। কর্ণাটকের মুখ‍্যমন্ত্রীকেও দেখা গিয়েছে হাসপাতালে যেতে। অনুরাগীরা ভেঙে পড়েছেন পুনিতের প্রয়াণের খবরে।

অভিনেতা হিসাবে অত‍্যন্ত জনপ্রিয় ছিলেন পুনিত রাজকুমার। ‘পাওয়ার স্টার’ নামে পরিচিত ছিলেন তিনি ইন্ডাস্ট্রিতে। গত মাসের শুরুতে বলিউড অভিনেতা তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লার মৃত‍্যুও এমন ভাবেই নাড়িয়ে দিয়ে গিয়েছিল ফিল্ম জগৎকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন সিদ্ধার্থ। বারে বারে কম বয়সী অভিনেতাদের হৃদরোগের বলি হওয়ার ঘটনা ভাবাচ্ছে চিকিৎসকদের।

X