বাংলা হান্ট ডেস্ক: ডেরা সাচ্চা সৌধার ম্যানেজার রঞ্জিত সিং (Ranjit Singh) খুনের মামলায় (Murder Case) এবার বড় স্বস্তি পেলেন ডেরা প্রধান তথা স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম (Gurmit Ram Rahim)। বারবার প্যারোলে বেরিয়ে আসার পাশাপাশি এবার এই খুনের মামলা থেকেও বেকসুর খালাস পেলেন এই ডেরা প্রধান। এবার ২০২১ সালের ১৮ই অক্টোবর ম্যানেজার রঞ্জিত সিং-এর খুনের মামলা থেকে মঙ্গলবার বেকসুর খালাস পেল রাম রহিমসহ অভিযুক্ত আরও ৪ জন ।
ইতিপূর্বে এই মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই। সেইসঙ্গে ৩১ লক্ষ টাকা জরিমানার-ও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এবার সেই মামলাতেই বিরাট স্বস্তি পেয়েছে এই স্বঘোষিত গুরু। ২০০২ সালে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং-কে।
সিবিআই তদন্তের চার্জশিট প্রকাশ্যে আসার পর জানা যায় রাম রহিম যে তার মহিলা শিষ্যাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছেন তা চিঠি দিয়ে ফাঁস করে দিয়েছিলেন ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং। এই চিঠি সামনে আসতেই অস্বস্তিতে পড়েছিল স্বঘোষিত গুরু রাম রহিম।
তাই অভিযোগ সেসময় এই মামলায় অভিযুক্ত বাকিদের সাথে অর্থাৎ অবতার সিং, কৃষাণ লাল, জসবীর সিং এবং সাবদিল সিং-এর সাথে মিলে পরিকল্পিতভাবে ম্যানেজার রঞ্জিতকে খুন করেছিল ডেরা প্রধান গুরমিত। ২০১৯ সালে, গুরমিত রাম রহিমকে পঞ্চকুলার সিবিআই আদালত দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় এবং একজন সাংবাদিক হত্যাসহ প্রাক্তন ডেরা ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের মামলায় দোষী সাব্যস্ত করেছিল।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় আসার আগেই বিক্রি লক্ষাধিক টাকার মদ, সকাল ঘুম থেকে উঠে ভিখারি দোকানের মালিক
কিন্তু এই মামলায় পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করে ২০০৩ সালে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন ম্যানেজার রঞ্জিতের পুত্র। এরপর ২০২১ সালের ১৮ অক্টোবর আদালত এই মামলায় রাম রহিমসহ অন্য ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। অভিযুক্তদের মধ্যে একজন বিচার চলাকালীনই মারা গিয়েছে। তবে দীর্ঘ কয়েক বছর মামলা চলার পর ২০২১ সালে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাম রহিম সহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন রাম রহিম। অবশেষে মঙ্গলবার সেই মামলাতেই তাকে মুক্তি দিয়েছে হাইকোর্ট। যদিও সাংবাদিক খুনের মামলা এবং দুই শিষ্যাকে ধর্ষণের শাস্তি বহাল রয়েছে রাম রহিমের বিরুদ্ধে। তাই এই মুহূর্তে এই স্বঘোষিত এই গুরু রোহতকের সুনারিয়া জেলে সাজা ভোগ করছেন।